দুটি কবিতা | জ্যোতির্ময় বিশ্বাস
|
রূপকথা
সেই রাঙা বালিকার চোখের থেকে সেই কবে দু’হাত
পেতে আলো নিয়েছে শহর
কেউ কি মনে রেখেছে সেসব কিছু? রাখে?
বালিকারা শহর ছাড়ে, শহর ভুলে
যায় সব লতাপাতা শোক। কিছু কথা শুধু কবিরা
স্বীকার করে, যা আসলে কবিদের
রোগ।
বারিধারা
হৃদয়ের দৌড় হৃদয় অব্দি
চোখ গিয়ে চোখে শেষ
পুরোনো প্রেমের বাদলঋতু
তোমার শুধু জলে ভেজা অভ্যেস।।
| |
দুটো লেখাই ভাল লাগল। শুধু বারিধারায় অন্ত্যমিল নাহলে ভ্রও ভাল লাগত।
ReplyDelete