সম্পাদকীয় । সৌম্যজিৎ চক্রবর্তী

|

© আনন্দবাজার পত্রিকা |
|

অতঃপর নিউ জার্সিতে কোনো এক উইকেন্ডীয় জলসায় গলা কিঞ্চিত আর্দ্র করিয়া গাইব, “গঙ্গা আমার মা, পদ্মা আমার মা”।

আখতার মিঁঞার চক্ষু হইতে দুই দফা সুরা ঢলিয়া পড়িবে আমার যৌবনে।

সামাজিক পরস্পরছেদী জালিকাবিন্যাসে নিজ নিজ ক্যারদানির উদাহরণ হিসাবে আমাদিগের স্মৃতিতে আসিবে- ঘটির বৌ সুরেলা, বাঙাল স্বামী করলা।

হো হো করিয়া গ্রহণ করিব অত্যাধুনিক মীম্‌ প্রজাতির হিউমর-কে।

|

Comments