হুইলচেয়ার – নীলাঞ্জন দরিপা
হুইলচেয়ার – নীলাঞ্জন দরিপা
পাখিটির দিকে তার চোখ।
বন্দী, তরুণ, সব রঙীন পালক।
জানালারও বন্ধ সময়।
মাথার ওপরে শুধু পাখাটির গোলাকার
আবছায়া অনুভূত হয়
তার চোখ পাখিটির দিকে তবু স্থির, সংযত -
শেষ কুড়ি বছরের মত
যেমন দেখেছে তার শ্বাসরোধ হয়ে আসা
মনোহারী কয়েদ-যাপন
রোজ বসে থাকা এরকম
তারপর কোল থেকে বই তুলে
পাতা ওল্টায়
পালকের দাগ লাগা ক্ষয়াটে সে হলুদ পাতায়
চোখ জমে,
উড়ে যায় পালকেরা পাতাদের চেনানোর পর
তখন হঠাৎ সারা ঘর
মেঝে থেকে পাক খাওয়া পালকের ঘূর্ণিতে চেপে
ভেসে ছুটে যায়
পাখিটিকে, কে জানে, সে, কত উঁচু আকাশে ওড়ায়
জানতে পারে না সেও, স্বপ্নের কারসাজি, তাই
দু চাকায় ঠেলা দিয়ে টেবিলের কাছে এসে
আরো ডুবে যায় !
পাখিকে উড়িয়ে নিলো ঝড়
আয়নাটি নিভে গেছে একা তারপর।|
|
Weekly Edition
Mobile-weekly

Darun ��
ReplyDelete