সামাজিক-সেলিম মন্ডল
সামাজিক-সেলিম মন্ডল
যোনির আমিষ গন্ধ নিয়ে মেয়েটি একদিন খুলে দিল
সংসার
সংসারে নুনের মতো জমে থাকা দুঃখ- হাওয়ার পিঠে
ঘুরে বেড়ায়
মাংসাশী ঈশ্বর আসে অতিথি হয়ে
পাতে তার অনাবিল খিদে
মেয়েটি শরীর ঢেলে- আলো জ্বালায়
আলোয় একটি পৃথিবী, একাধিক অন্ধকারে
নিভিয়ে দেয় মুখ
মুখে চিরে দেওয়া দাগ
|
Comments
Post a Comment