ব্লেড - ইন্দ্রনীল চক্রবর্তী


ব্লেড

(১)
অথচ এই শরীর থেকে কয়েক কদম পেছনে রয়েছি,
তবু যত ছাই ছিল এই হাতে
এই ভাবে শরীর শরীর ছুঁয়েছিল
ব্লেডে কাঁটা জমি, নিহিত শব্দের ফেরি।
কি জানি, কি একটা নেমে আসছে
নাড়ির মত করে কোমরের কাছ থেকে
আবার ঘুমিয়ে থাকছে শরীরের মত করেই,

উদাসীন হাওয়া, বলগা, বৃষ্টি শেষ, মেঘ পোড়ানোর পরে
এখন একটা চুপচাপ, একটা চুপচাপ।

(২)

ধুম জ্বরের একটা নিজস্ব কেটে দেওয়া থাকে,
যবনিকা ফেলে দেবে পূর্ণ সত্যির আগে।
মস্তিষ্ক সরণিতে যে পথ টুকু পার হওয়া যায়
তার নিজস্ব একটা দোলাচল আছে।
তারপর প্রতিটি আঁচড়ে ফুটে ওঠে যে ছায়া টুকু
তা শুধু ব্লেডের পরবর্তী অধ্যায়ের জন্মদাগ।



Comments