কয়েকটি কবিতা - সরোজ দরবার
কয়েকটি কবিতা - সরোজ দরবার
১)
কবিতার বাঁ পাশে বসে
বুড়ো স্টেশন মাস্টার
দূরগামী ট্রেন এখানে থামে না
শুধু হাওয়া রেখে যায় ফেলে
হে প্রৌঢ় পথ নির্দেশক,
হাতে কটা খুচরো পংক্তি মাত্র সম্বল
এতে কি রিটার্ন টিকিট মেলে?
২)
তোমাকে টের পাই ষষ্ঠ ইন্দ্রিয়ে
মনে রাখি ভুলে যাওয়ার ছলে
বলে কিংবা কৌশলে
জোটাতে হয় খুদকুঁড়ো
যখন যেমন
পোশাকে পেশাদার মেঘ
ধরা পড়ে পূর্বাভাসের রাডারে,
তোমাকে বাঁচাই শুধু বুকপকেটের যত্নে
মৌসুমী হে কবিতা, বর্ষাপ্রবণ
৩)
কেশর ফুলিয়ে যে ঔদ্ধত্য দৌড়য়
সে কোথা থেকে আসে!
উদ্যত লিঙ্গ ঘোড়ার- অতিকায়
চায় যোনির অভ্যেসে
প্রতি সন্ধের ভিতর গরগরে সঙ্গম
কম, আরও কম একটু হলে
ক্ষতি কী হত!
নাহয় ছোটই একটা কবিতার বই হবে
|
Comments
Post a Comment