কামজ / তন্ময় ভট্টাচার্য
কামজ / তন্ময় ভট্টাচার্য
আমার সকল ইন্দ্রিয়কে আয়ুর বশে আনতে হবে
কী আর হবে
জল-স্বভাবে থমকে যাবে দেখাশোনা
আর হল না
এমন কথা বইবে হাওয়ায় নিয়মিত
আচম্বিতে সেসব থেকে
মুখ ফিরিয়ে তোমার কাছে
ভাঙব না আর, সামলে নেব
আমার যা অস্বস্তি আছে
একটি দুটি নৌকা ভরে
ঠেলব রিপুজয়ের দিকে
যেমন তুমি গ্রাস করে নাও
ভুলতে চাওয়ার পদ্ধতিকে
যেমন তুমি আলোকলতা
আড়াল করে হাঁটতে পারো
|
Weekly Edition
Mobile-weekly

Comments
Post a Comment