অন্তরীণ | সৌম্যজিৎ চক্রবর্তী



অন্তরীণ | সৌম্যজিৎ চক্রবর্তী
(মৃণাল সেন-কে)


| |
কিছু মনে করবেন নাআপনি মানসীর দাদা?
বারাসাতে থাকেন, না?

| |
ওহো, কিছু মনে করবেন না যেনআপনাকে দেখতে
পাচ্ছিনাছবির মতো বিঁধছে আলোতে
আপনাকে বলে দিই, নাম ঠিক করেছিআরত্রিকা

| |
কি বললেন, প্রযুক্তিগত বিকলাঙ্গ? আপনি বেশ কথা বলেন
রাতবিরেতে বিরক্ত হন, শোনেন, চুপচাপ
ছবিতে স্বর পাইআপনি মানসীর দাদা নন তবে!

| |
হ্যাঁ, অর্থ হলো- সন্ধ্যার প্রদীপআপনি কবি, না
, ইরা বলে ডাকেআপনি কবি নন
অপমান! আমি বুঝিনিকেন এরকম বলছেন? আমি ---

| |
আপনাকে বলেছি কি, মেয়ের নাম রেখেছি আরত্রিকা
বাবুজী ঘর ছেড়ে চলে গেলেন যেদিন, সব কবিতা নিয়ে
মা বাধা দেননিআপনার টেলি..ফোন নম্বরটা?

| |
উঠতে বসতে বাঙলা ভাষা নিয়ে খোঁটা
, ইরা-কে বলেমার মতো অগভীর হোয়ো না যেন
আপনি, কবিতা পড়ে শোনাবেন একদিনএকদিনস্বর বিঁধবে কোরকে




| |
বাবুজী, বাংলাদেশ নিয়ে বই লিখেছিলেনচেতনার রং
কিছুতে ঙ রাখেননি নামে
আপনি তো কবিবলুন, ঙ-র কি দোষ?

বিরক্ত হচ্ছেনবুঝিরাখিকাল

| |
বিকেলজ্বর এসেছেদেখি,
চাবির গোছা পকেটে ঢুকছে এইবার
খিল দিয়েছেন ঠিকমতো? হ্যালো

| |
হ্যালো, আপনিআছেন? স্বর বিঁধছে না
হ্যালোকথা বলছেন না যেফ্লাস্কে চা নেই, না
এই তোহেসেছেন

| ১০ |
আপনাকে বলেছি কি কখনো, মেয়ের নাম রেখেছিআরত্রিকা
, ইরা বলে ডাকেআপনি কবি নন    

Comments