তোমাকে এভাবে দেখিনি কখনো… | সুভান
আঙুল ভাবতে
ভাবতে উঁচু ঘাসফুলে সন্ধে নেমে এলো, এরপর পাথর জড়িয়ে নদী হয়রান হবে গাছের ছায়ায়
খালি হয়ে যাবে কথার শরীর, আর জন্ম-জন্ম নিস্তার পাবো না। মগ্ন হই চলো আমাদের
প্রশ্ন হই আর উত্তর ফিরিয়ে ঘুরিয়ে ছিড়ে ফেলি ঘুম। দিলদার হই, বেহায়া বাতাসে এসো
চুমু রাখি আগুনে তোমার অথবা আড়ালে, পোশাক ছাড়িয়ে ছুটে যেও ঘনগাছ; শরীরের কথা গোপন
জানলো, ইশারার কথা জানলো না কেউ। সন্ধের পর জল ফাঁকা হল, উৎসবে চন্দ্রবোধন... মাটি
তুলে রাখা হল এভাবে একক, অনেক ভাঙনে তোমাকে আটকাই। কাঠামো থেকে নেমে আসো তুমি, দু
হাতে অন্ধকার। এসো কালোবিষাদে হাত রাখি মোহ, আর নি:সঙ্গতা উপড়ে এনে ফেলি দু ঠোঁটে
তোমার, দেখো নগ্ন হচ্ছি মঞ্চস্থ হচ্ছি দেহজ নাটক, তোমাকে
ছুঁতেই আবিষ্কার করি নিজেকে নিজের ভেতর... তোমাকে এভাবে দেখিনি কখনো... চোখ থেকে দেহে
বহুদিন আজও হারিয়ে যাইনি কোথাও, আজ দেহ
থেকে চিকন সুতোর কারুকাজ খুলে রাখতেই তুমি নেই... কতটা পাগল সরিয়ে
রেখেছ বলো, কতটা লুকানো
কিশোরীতে উন্মাদ। এভাবে কখনো ছুঁইনি তোমাকে আর, সেসব না ছোঁয়া লেগে আছে ঘরময়। তবু তোমাকেই ভাবি আলোমাটি, তবু যেন ঘিরে ধরে খাদের
চতুর্পাশ... একা উদ্দ্যান, আর দীর্ঘ অন্ধকাল, তুমি
তো জানো আর আড়ালে তছনচ ভালোবাসো।
|
বাহ।দারুণ
ReplyDeleteবাহ।দারুণ
ReplyDeleteধন্যবাদ
ReplyDelete