মেলা, খোলা এবং সেই মেয়েটি... | শুভ আঢ্য
(১)
অভিপ্রায়ের বাইরে বেরিয়ে মেয়েটি
শান্ত হচ্ছে ক্রমশ
আর এক নগ্নতা হাত থেকে বিপরীত
মাধ্যাকর্ষণে
ঢুকে পড়ছে তার ঘাড় ও কাঁধের
সীমানায়
এমন কাঁধের মাংসই তো আমি খাই
আমি তো এমন সাজানো বাগানে মুতে
ও তছনছ করে
সাজাই তছরুপ হয়ে যাওয়া মেয়েটির
শরীর এবং
তার খুদে চোখের ওপরে ভাসিয়ে
রাখা অপক্ক ফলের মতো যৌনতা
আমি তো সেই উল্কি বরাবরই হারাই
পোশাক আমার
আর বোতাম জেগে ওঠে নগ্নতার
প্রান্ত বিন্দুতে
এখন দাঁতের সুর থেকে মেয়েটি
এগিয়ে আসলে
ঢাকছি নিজেকেই, ঢাকছি
সত্যি যা কিছু
(২)
অথচ গর্তের বাইরের কথাই জানায়
গর্তের ভেতরের
অবস্থান সম্পর্কে, যেখানে সেই
মেয়েটি তার এক হাত
লজ্জা নিয়ে রোজ রাতে আসে প্রার্থনাগৃহের
সামনে
আর লোকজন কবুল করে নেয় তা
মেয়েটি জানে সেই শীতের রাতে
আগুনের কথা
আর সেই খোসা ছাড়ানো ন্যাসপাতি যা
তার বুকের মত
হয়েই পড়ে আছে বাজারের মাঝখানে
অথচ প্রার্থনাগৃহ ফাঁকা হচ্ছে,
বাজারও
লোক জমছে মেলার মাঝখানে যে
ভরকেন্দ্রে
অবস্থান করছে মেয়েটা এখন আর
গর্তের বাইরের কথা জানছে
গর্তের ভেতরের সঠিক অবস্থান |
দুরন্ত
ReplyDeleteথ্যাংকস :)
Deleteদুরন্ত
ReplyDelete