সিয়ামুল হায়াত সৈকত’র তিনটি কবিতা
পথ
যে এক বিভ্রম পুঁজিবাদের স্বপ্ন ছিঁড়ে
কথার ভাঁজে মায়াকাটায় কথার দল
হাত-চোখ সব পৃথক পৃষ্ঠার বুঁনিয়াদ, তুমি..
মায়াবী আদরে আমার পেট ভরে যায়।
গ্লাসের কাঁচ গল্প বলে, স্লোগান শুনবি আজ?
মায়া নামক যন্ত্রের মণ্ডপে আত্মার বিঃস্বাদ
মিথ্যের চুপচাপ, টুপটাপ, ভিজে কে কখন..
জোনাক পোকা তুমি দূরত্ব বোঝো বেশ
আর আমায় আঁকাবাঁকা ছায়া.. ঘুম.. স্বপ্ন?
সঙ্কোচ
ছায়া ও স্বপ্নের ব্যস্ত ফসিলে ঘুম চোখ
অ্যাশট্রের অন্ধকার দেখেও পোড়াও চুপচাপ?
ভুলগুলো মাইক্রোস্কোপের জাপ্টায় হাওয়া হয়
আর আবছায়ায় জমে ধূসর পাণ্ডুলিপি-
কবিতা বলতে যা জানি আমি, তুমি..
শরীর মেলে দিলেই জড়িয়ে ধরে বিষণ্নতা!
দীর্ঘ একটা ল্যাণ্ডিং, ধপাস্, আড়চোখে ভয়
চারকোণা হাওয়ায় সবুজ অথবা নীল
আহ্লাদে জমে ছায়া খুব, মেঘ হাওয়ায় নিঃশব্দ-
দুঃখ
কি লিখব? ব্যর্থ উল্লাসে কাপে চোখ!
মন্ত্র বলে দোজখের ছায়া বুকের ভিতরে,
মায়া অথবা বসন্ত কিছুই আমাদের নয়
সবখানে ছুঁয়ে যায় অন্ধকার, চুপচাপ।
বাকিটুকু দ্যাখি পাহাড় পাহাড় খেলা
এইসমেত সতের কোটিবার কেউ মাফ..
ঝাপটায় বন্ধ ঘরের জানালা অথচ,
কাঁচ গলে বেরিয়ে যায় শামুক খোলস সব!
রৌদ্র ছুঁয়ে যায় অন্ধকার, কখনো কখনো
চুপচাপ শহর জানেনা উড়ে যাওয়া…
সমুদ্র কান্নায় কতোটুকু অস্পষ্ট!
|
বাহ।দারুণ
ReplyDeleteবাহ।দারুণ
ReplyDeleteধন্যবাদ কবি
Delete