রাজেশ চট্টোপাধ্যায়ের লেখা
আউটলাইন
না দেখেই গা ভাসিয়েছিল মেয়েটা,
সরোবরে
কোনও হাঁস ছিল না
নিজেকে
তুমি বলত আর আমিকে সপাটে ডিলিট
আমরা
চাঁদের পুরো কালিমা তাকে দেগে দিয়েছি,
চাঁদ তো
দিতে পারিনি…
নির্জলা
উপবাসের মন খারাপ,
শেকল
খোলার শব্দে তুমির গন্ধ নেই
শাড়ির
আঁচলা বেয়ে বারোয়ারি ওয়েভ
বালুকা
ছেড়ে হাঁসের পাখা বিক্রি হচ্ছে স্বপ্নের ডট কম-এ।
এক্সট্রিম
না হলে যে ফ্লাওয়ার ভাস ভাঙত না,
অনায়াসে
গড়ে নিচ্ছে নিজস্ব ফুল, গন্ধ, বাগিচা...
হাঁসেরা
দিন গোনে,
কোনও
মেয়ে আবার কবে স্নান করে কাপড় ছাড়বে,
ওদের
পরোয়া করবে না... |
দুরন্ত
ReplyDeleteদুরন্ত
ReplyDelete