আড়াল | মন্দিরা ঘোষ
|
সোহাগির দিনটা আজ অন্যরকম
আস্তাকুঁড়ের ঘরসংসারে
ছায়ার অভাব বুঝি তাই সকাল থেকেই বড় রাস্তার ভিড়ে কি যে খুঁজছিল সে!
অভ্যাসের শরীরী উৎসবে
রঙিন হোল রাত;
শীর্ণতায় আলো ভরে
দিলো অন্ধকার রাতের তারারা, ধর্ষিত হতে হতেও
রক্তিম হোল সোহাগির বিস্মৃত চেতনা।
প্রতিদিনের নগ্নতায়
আজ মৃদু করবীর গন্ধ।
সোহাগির দিনটা আজ
অন্যরকম
একটা গাছের আড়াল
বড় দরকার।| |
বাহ।খুব সুন্দর
ReplyDelete