Go Topless | Mrigankasekhar Ganguly
|
FREE YOUR BREASTS! FREE YOUR MIND! পুরুষেরা যদি উর্দ্ধাঙ্গ অনাবৃত রাখতে পারে নারীরা নয় কেন। নারীদেরও জনসমক্ষে উর্দ্ধাঙ্গ অনাবৃত রাখার সম্পূর্ণ অধিকার থাকা উচিত - যার বক্তব্য, তিনি গো-টপলেস সংস্থার প্রতিষ্ঠাতা।Rael। ২০০৭ সালে শুরু করেন এই সংস্থা। "As long as men are allowed to be topless in public, women should have the same constitutional right. Or else, men should have to wear something to hide their chests"- Rael, founder of GoTopless.org and spiritual leader of the Raelian Movement (rael.org)এই সংস্থার ট্যাগলাইন - FREE YOUR BREASTS! FREE YOUR MIND!
Topless Timeline
১৪৫০ (1450)
Royal Museum of Fine Arts, Antwerp । Virgin and Child Surrounded by Angels, by Jean Fouquet (c.1450)
পঞ্চাদশ শতাব্দীতে উর্দ্ধাঙ্গ অনাবৃত রাখা সাধারণ বিষয় ছিল। পঞ্চাদশ শতাব্দী থেকে রেঁনেসা পর্য্যন্ত, উর্দ্ধভাগ অনাবৃত রাখা মেয়েদের ক্ষেত্রে অশালীন ছিল না। বরং পা বা গোড়ালি দেখানো বেশী অশালীন ছিল।
( Topless common in 15th century.During the 15th century and up to the Renaissance, going topless was not uncommon for women. Showing their legs and ankles was more risque then. )
↓
১৮৭০ (1870)
আমেরিকার Wichita শহরের দুই মহিলা গ্রীষ্ম-পোষাকে।
( Two Wichita girls in summer dress )
↓
১৯০০ ( 1900 )
১৯০০ খৃষ্টাব্দের মহিলার পোষাক। সাঁতার-পোষাক ছিল সম্পূর্ণ শরীর ঢাকা।
( Turn-of-the-century women's suit. The bathing suits were made of a long dress complete with knitted tights and sandals. )
↓
১৯০১ (1901)
এক শতাব্দী আগে পুরুষদের সাঁতার কাটার সমইয় এরকম পোষাক পরতে হত।
Bathing suit covered men's torso. Men also had to cover their chests a century ago.
↓
১৯০৭ (1907)
অস্ট্রেলিয়ার সাঁতারু। যিনি প্রথম মহিলা, ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন। বোস্টনে গ্রেপ্তার হন, এই পোষাক পরার কারণে।
( Australian swimmer, Annette Kellerman, the first woman to swim across the English Channel, was arrested in Boston for wearing a more form-fitting, one-piece suit. )
↓
১৯১০ ( 1910 )
হাঁটু প্রদর্শনের সমান অধিকার। ১৯১০ সালে মেয়েদের ক্ষেত্রে হাঁটু প্রদর্শন শালীন হিসেবে গণ্য হয়।
Equal rights to show one's knees! 1910 was a period of transition where women's knees became "decent" enough to show in public.
↓
১৯১০ ( 1910 )
হাওয়াইয়ান নৃত্যশিল্পী। হাওয়াইয়ান মহিলারা উর্দ্ধাঙ্গ অনাবৃতই রাখত। মিসনারিস-রা এসে তাদের উর্দ্ধাঙ্গ কাপড়ে মোড়েন।
( Hawaiian dancer. Hawaiian women were topless until the missionaries came to the islands and forced them to cover up. )
↓
১৯২০ (1920)
শালীনতা মাপা হচ্ছে। সাঁতার-পোষাক পায়ের ওপরের অংশের একটা বড় শতাংশ ঢেকে রাখলে তবে তা শালীন, তাই মাপা হচ্ছে।
( Measuring for decency. Bathing suits had to cover a good portion of the upper leg for "decency" in the 1920's )
↓
১৯৩০ (1930)
উর্দ্ধাঙ্গ অনাবৃত রাখার অধিকার পেতে পুরুষদের তখনও লড়তে হচ্ছে। কোনে দ্বীপে চার জন মানুষকে এক ডলার করে ফাইন করা হয় উর্দ্ধভাগ অনাবৃত রেখে ঘোরার জন্য।
(Men fight for their topless rights. Before 1936, it was illegal for men to go topless. In 1934, 4 men went topless on Coney Island and were fined $1 each "... there are many people who object to seeing so much of your body exposed", said the woman magistrate!)
↓
১৯৩৪ (1934)
প্রথম সিনেমা যাতে পুরুষের বুক দেখানো হয়। "It Happend One Night" সিনেমায় ক্লার্ক গ্যাবেল , ভেতরে কোন গেঞ্জী না পরা অবস্থায় জামা খোলেন, এবং তা স্ক্যাণ্ডেল হয়ে দাঁড়ায়।
(First male chest exposed in movie. In "It Happend One Night", Clark Gable removes his shirt on the Big Screen without wearing an under-shirt and causes a scandal.)
↓
১৯৩৫ (1935)
গণ গ্রেফতার হন উর্দ্ধাঙ্গ-নগ্ন পুরুষেরা। সেই বছরে নিউজার্সির আটালাণ্টিক শহরে ৪২ জন উর্দ্ধাঙ্গ-নগ্ন পুরুষ মোট ৮২ ডলার ফাইন দেয়। "আমাদের বিচে কোন গরিলা থাকবে না"- ঘোষণা করেন পুরপিতারা।
( Mass arrest of topless males. That year, 42 topless males in Atlantic City, NJ paid $82 total in fines. "We will have no gorilla on our beach!" declared the city fathers! )
↓
১৯৩৬ (1936 )
উর্দ্ধাঙ্গ অনাবৃত রাখার অধিকার পেল পুরুষেরা। সেই বছর, নিউইয়র্কের ওয়েস্টারে, উর্দ্ধাঙ্গ-অনাবৃত রাখার নিষেধাজ্ঞা উঠে যায়, পুরুষদের জন্য, যার পেছনে ছিল অর্থনৈতিক কারণ। দেশের Park Commission, যারা সাঁতারের পোষাক সরবরাহ করতেন, তারা দেখলেন, শুধু নিম্নাঙ্গের পোষাক সরবরাহ করলে তা অনেকটাই সস্তা হবে।
(Men earn their topless rights! That year, in Westchester, New York, the topless ban was finally lifted for men but for economical reasons. The county Park Commission that provided the swimsuits, realized it was much cheaper to provide only the trunks!)
↓
১৯৪৬ (1946)
প্রথম বিকিনি । কোন " ভদ্র" মহিলাই পরতে রাজি হলেন না। ক্যাসিনো দ্য প্যারিসের নর্তকী পরলেন প্রথম বিকিনি।
(Original Bikini. Modeled by a Casino de Paris dancer because no "decent" woman wanted to wear it.)
courtesy of Western History/Genealogy Department, Denver Public Library
আমেরিকায় তখনও মহিলাদের জন্য "No bikini!" ।
(No bikini yet for US women!)
↓
১৯৫০ ( 1950 )
১৯৫০ - এ আমেরিকায় চালু হল এই ধরণের পোষাক। দু টুকরো কাপড়।এই পোষাকেরও নীচের টুকরোটি পেটের বেশ কিছুটা অংশ এবং অবশ্যই 'অশোভন' নাভি ঢেকে রাখল। (In the 1950's, the two-piece suit is introduced in the US but the bottom still covers a good portion of the belly and of course the "indecent" navel.)
বেশীর ভাগ পশ্চিমী দেশগুলোতে যখন উর্দ্ধাঙ্গ-অনাবৃত অবস্থায় জনসমক্ষে আসা মহিলাদের কাছে অশালীন, তখন ইন্দোনেশিয়ার বালিতে দুই মহিলা উন্মুক্ত স্তনে স্নানরতা।
( Indonesian (Balinese : Suku Bali) women bathing topless. While most Western women are ashamed of going topless, in Bali and other islands, it is a common, decent practice. )
↓
১৯৫২ (1952)
ফরাসী অভিনেত্রী ব্রিগিত্তি বারদো , "And God Created Woman" সিনেমায় বিকিনি পরিহিত।
Brigitte Bardo in the movie "And God Created Woman" modeling a bikini
↓
১৯৫৩ (1953 )
দৃশ্যটি "From Here to Eternity" সিনেমা থেকে। Deborah Kerr, আর এক বছর আগে Brigitte Bardot পরিহিত বিকিনির মধ্যে পার্থক্য লক্ষনীয়।
The scene is from the movie "From Here to Eternity". Notice the difference in bathing suit styles between the one worn by Deborah Kerr and the bikini worn by Brigitte Bardot a year before
↓
১৯৬০ (1960)
Brian Hyland - Yellow Polka Dot Bikini
স্নান-পোষাক হিসেবে বিকিনি তখনো সাধারণ মহিলাদের মধ্যে গৃহিত হয় নি। তখন এই গানটি হঠাৎ-ই বিকিনির বিক্রি বাড়িয়ে দেয়। এই গানটির প্রভাবে সমাজে বিকিনির গ্রহণযোগ্যতা তৈরী হয়। (At a time when bikini bathing suits were still seen as too risqué to be mainstream, the song prompted a sudden takeoff in bikini sales and is credited as being one of the earliest contributors to the acceptance of the suit in society.)
↓
১৯৬২ (1962)
মার্লিন মনরো কে বিকিনি পরিহিত অবস্থায় দেখা যায়, "Something's Got To Give"-এ। যদিও মার্লিনকে 'সেক্সি' অভিনেত্রী হিসেবেই গণ্য করা হয়, তবুও তার স্নান-পোষাক সেই সময়ের ফরাসী অভিনেত্রীদের তুলনায় যথেষ্ট রক্ষণশীল। (The famous actress in "Something's Got To Give". Though Marilyn is considered a sexy actress, her bathing suit is still conservative compared to the French actresses of the time.)
↓
১৯৬৪ (1964)
নিউইয়র্ক সিটির ডিসাইনার রুডি জেনরিক প্রথম উর্দ্ধাঙ্গ-অনাবৃত-স্নান পোষাকের সাথে পরিচয় করান। এই আঁভাগাদ্রা পোষাক আমেরিকার বিচে পরা যাবে না। ( New York Citydesigner Rudy Gernreich introduces the first topless bathing suit. This avant-garde suit will not be used on US beaches. )
↓
১৯৮৬ (1986)
(Seven women from Rochester NY were arrested for going topless. Their action will change the topless law in NY)
↓
১৯৯১ (1991)
Gwen Jacobs, কানাডার Guelph শহরের বাসিন্দা, Ontario University-র ছাত্রী, গ্রীষ্মকালের অত্যাধিক গরমে উর্দ্ধাঙ্গের পোষাক খুলে ফেলে, তাকে অশালীন আচরণের জন্য দোষী সাবস্ত্য করা হয়।
( Gwen Jacobs, a Guelph, Ontario University Student takes off her top on a hot summer day. She was found guilty of committing an indecent act )
↓
১৯৯২ (1992)
রচেস্টারের উর্দ্ধাঙ্গ-নগ্নতার কেস নিউইয়র্ক সুপ্রিমকোর্টে যায়। সুপ্রিমকোর্টে জানানো হয়, নিউইয়র্কে উর্দ্ধাঙ্গ-নগ্নতা আইনত দণ্ডনীয় নয়।
(The Rochester topless case went to the NY supreme court. It ruled that it is legal to go topless in NY)
↓
১৯৯৬ (1996)
Jacob-এর কেস থেকে কোর্ট সিদ্ধান্তে আসে, উর্দ্ধাঙ্গ-নগ্নতা যৌন্তা-উদ্রেককারী নয়। ফলে অশালীনও নয়। Ontario-এ অফিসিয়ালি উর্দ্ধাঙ্গ-নগ্নতা আইনি স্বীকৃতি পায়। ( Ontario becomes officially topfree following the criminal court challenge of Jacob's case. The judge ruled that going topless is not sexual and therefore not indecent. )
↓
২০০৫ (2005)
Phoenix Feely উর্দ্ধাঙ্গ-নগ্ন অবস্থায় নিউইয়র্ক সিটির রাস্তায় বেরলে, ভুল বশত নিউইয়র্ক পুলিশ তাকে গ্রেফতার করে।
( Phoenix Feely goes topless in NYC and is wrongfully arrested by the NYPD. )
↓
২০০৭ (2007)
Feeley-র বিরুদ্ধে অভিযোগ নস্যাত করা হয়।ক্ষতিপূরণ হিসেবে তাকে ২৯০০০ ডলার দেওয়া হয়।
(Feeley's case was dropped and the city of NY was forced to pay $29,000 in damages)
↓
২০০৭ (2007)
(Spiritual leader, Rael (rael.org) founds GoTopless following the news about Phoenix Feeley's legal victory. Since that date, a Gotopless Day takes place each Aug on the Sunday nearest August 26 (Women's Equality Day))
↓
২০০৮ (2008)
Femen, ইউক্রেনের সক্রিয় মহিলা গোষ্ঠী, বিশ্বব্যাপী মহিলাদের উপর অবিচারের প্রতিবাদে উর্দ্ধাঙ্গ-নগ্ন প্রতিবাদ করতে শুরু করে।
( Femen, the women's activist group from Ukraine begins to stage topless protests to draw attention to the injustice done to women around the world )
↓
২০০৮ (2008)
(The roaring campaign against Facebook for banning pictures of mothers breastfeeding pressures Facebook to change its policy.)
↓
২০১১ (2011)
Phoenix Feeley আবার গ্রেফতার হন, নিউজার্সি বিচে উর্দ্ধাঙ্গ-নগ্ন অবস্থায় ঘোরার জন্য।তার কেস এখন বিচারাধীন।
(Phoenix Feeley is arrested for going topless on a NJ beach. Her case is pending.)
↓
২০১১ (2011)
GoTopless - এর সদস্যরা উর্দ্ধাঙ্গ-নগ্ন অবস্থায় জনসমক্ষে আসার অনুশীলন শুরু করে।
( GoTopless activism stirs women to want to exercise their topless rights in non-activist settings. )
↓
২০১২ ( 2012 )
( Europe based Iranian women launch a topless video of themselves to oppose 'political' Islam: "my thoughts, my body, my choice". )
↓
২০১২ (2012)
Moira Johnston, একজন সক্রিয় টপ্-লেস সদস্য, মানুষের মধ্যে মহিলাদের এই অধিকারের কথা জানানোর জন্য, একটা গোটা গ্রীষ্ম নিউইয়র্ক শহরে টপ্-লেস অবস্থায় ঘুরে বেরান।
(Moira Johnston, a topless activist, spends the whole summer walking topless in NYC to inform the public about this little known women's right.)
↓
২০১২ (2012)
ওয়াশিংটন সিয়াটেলের Jody Jaecks, একজন ক্যান্সারের রোগী। যার দুটি স্তনই বাদ দিতে হয়েছে।টপ্-লেস অবস্থায় তিনি সাঁতারের অনুমতি পান।
(Jody Jaecks of Seattle, a cancer survivor with a double mastectomy (Mastectomy is the removal of the whole breast) earns right to swim topless at Seattle public pool.)
↓
২০১২ (2012)
GoTopless - এর সক্রিয় ভূমিকায় টরেণ্ট শহরে টপ্ লেস ল চালু হয়। সিটি কোড থেকে 'বিচে অশালিন পোষাক'-এর বিররোধীতা বাদ যায়।
(GoTopless pressures the city of Toronto to remove the "indecent attire at the beach" from its city code since it conflicts with Ontario's topless law)
↓
২০১৩ (2013)
নিউজার্সিতে টপ্-লেস ভ্রমণের কারণে, Phoenix Feeley-র জরিমানা করা হয়। তিনি দিতে অস্বীকার করলে, তাকে জেলে পাঠানো হয়। তিনি জেলে ১৬ দিন ভুখ-হরতালে থাকেন। (Phoenix Feeley refuses to pay fine for going topless on NJ beach and is sent to jail where she will go on a 16 day hunger strike.)
↓
২০১৩ (2013)
Holly Van Voast বহু বছর নিউইয়র্ক সিটির রাস্তা টপ্-লেস ঘুরেছেন। এই কারণে তিনি ১০ বার গ্রেফতার হন, একবার তাকে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেণ্টের বিরুদ্ধে মামলায় ৪০০০০ ডলার জেতেন।
( Holly Van Voast spent several years appearing topless in public in NYC and was wrongly arrested 10 times and was once taken in a mental hospital over being topless in public. She won in a lawsuit against NYPD $40,000 )
↓
২০১৪ (2014)
ইনস্টাগ্রামে টপ্-লেস ছবি পোস্ট করায়, ইনস্টাগ্রাম, তার একাউণ্ট বাতিল করে দেয়। তার প্রতিবাদে,Scout Willis ঠিক করেন নিউ ইয়র্ক সিটিতে টপ্লেস অবস্থাতেই ঘুরবেন।
(In reaction to Instagram canceling her account for having published a topless photo of herself, Scout Willis decided to exercise her topless freedom in NYC)
↓
২০১৪ (2014)
( After several years of review, the IRS has granted GoTopless its 501 (c) 3, charity status, allowing the donations made to GoTopless to be 100 % tax deductible.)
তথ্য -
|
Anek kichu janlam. Donnobad mriganka
ReplyDeleteAnek kichu janlam. Donnobad mriganka
ReplyDeleteঅনেক কিছু জানলাম।খুব ভালো লাগলো
ReplyDeleteঅনেক কিছু জানলাম।খুব ভালো লাগলো
ReplyDeleteধন্যবাদ
ReplyDelete