||
||
আগমনীWeekly
||

জৈবিক হও,
অন্ধ হাতের তেলোয় আঁজলা আঁজলা তুলে নাও
গর্ভাংশ, কচি স্বেদ, শোণিত।
দুমড়ে মুচড়ে তৈরি করো বোধহীন পিণ্ড
নাম দিও, সন্তানস্নেহ...
নামে কি বা আসে যায়?

দেখো কাতারে কাতারে গিনিপিগ
উলটোরথ সাজিয়ে ঝকমকে,
ফোলা গালে মাথার চুলে আলতো ছুঁয়ে
বোঝাও পিতৃত্ব... এও এক গবেষণাগার
যবনিকাপাতের অপেক্ষায়।

ঝড় মুখে দেখে যাই,
মায়াকোল জুড়ে তোমার সন্ধানে
অকালবৃদ্ধা কিছু সুপরিচিতা শিশু ক্রোমোজোম

বেঁচে থাকে তোমারই আশায়।

 ||

Comments