||
||
আগমনীWeekly
||

তেমন কিছুই হল না । একটা ফাঁকা উপন্যাসের পর যেমনটি হয় । খসড়া মত একটা নদী । না । ভুল নদীও নয় । তবু ডুবতে ইচ্ছে হল দু স্তবক । তুলতুলে দেবো ? নাকি খরগোস ?  জল কোথায় ?
কুয়াশার ব্লাউজ ঘোলাটে সামান্য । তাতে ডুবে আছে গোলাপি চুড়ির ছল । বুক হোলো আর ব্রোকেড
কিন্তু ভিজল কি ? তোমার ভ্রূকুটি ?
একটু চেঁচিয়ে বললাম
কাছে এসো
না ছুঁলে কি হয় জানো তো ?
পাপ হয়
তাপ হয়
রিমিক ডেকে ডেকে অন্য কারোর রাজ্যপাট
কী জানি কার মনস্তাপ বড়ো হোয়ে
রাজকন্যাটি হয়

তুমি বললে

আসলে কিছুই হয় না
ভূমিকাটি আসলে পার্কার
ফ্লুইড

তরল ভিজছে
বাজতে দাও আঙুল
অই দ্যাখো আইল্যান্ড
বহু দূর কেন
কাছে থেকেও
আমাদের আর দ্যাখা যাচ্ছে না

দ্যাখো

আমি দেখলাম
তীব্র না-দেখায় কোথাও
হ্যাঁ-করা একটা অংশ
লেন্স থেকে ঝাঁপ

দিচ্ছে খসড়া
আর উপন্যাসের মালিকানা

ভিজিয়ে দিচ্ছে নদী

||

Comments