কলকাতা@gmail.com | মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়






আমার কিছুই করার থাকে না
মাঝে মাঝে পুড়িয়ে দিতে হয়
সদ্য পাকা ধান মাঠকে মাঠ।

দূরের স্টেশন থেকে প্রথম ট্রেনের আওয়াজ,
বুঝতে পারি ভোর হল।
মনে পরে - প্রেমিকারা ডেকে দিত; একটা সময় -
মায়ের গলার স্বর পাক খেয়ে ঢুকে থামত কানের ভেতর।
সেসব শীতের দিনে, জানি না কোথার থেকে আজানের ডাক-
বাবার রাস্তা ধরে কোচিং যেতাম।

কোনদিন সময়েতে এলার্ম বাজে নি,
তোমার যাওয়ার, তাই, বহু পর ঘুম ভেঙেছিল।
কিছুকিছু ঘুম থাকে- ভাঙলে, বহুদিন কোন ঘুম আসে না।

দূরের স্টেশন থেকে প্রথম ট্রেনের ডাক,
চলে যাচ্ছি কলকাতা ছেড়ে।

দাদা কবে কলকাতা ছেড়ে গ্যালো
মনে পড়ে না।
কিছুকিছু ছেড়ে যাওয়া বহুদিন না বোঝাই থাকে।
বন্ধুরা বিদেশ গেলে
কলকাতাও বহুদিন বুঝতে পারে না-
কখন ত্রিকোণমিতি, ভূমিকেও লম্ব করে দেয়।

আমরা আর কোন মিছিলে দাঁড়াব না
হারাব না কোন ব্রাজিল বেঙ্গল
ধমকে কেড়ে নেওয়া হাতের সিগারেট
দু এক দিন থাক কথাও বন্ধ
গোর্খা মেয়েটিকে বলাও হবে না
রবির গানে তার এখনো চোখে জল
আমরা ছেড়ে যাব - বিদেশে কলকাতা,
গুগুল আর্থে প্রিয় মফস্বল।

রাস্তারা এখন আর বাড়ি অব্ধি ছেড়ে যায় না
বলে না, বোকাচোদা, আমার গায় না,
একটু ঝুঁকে ড্রেনে বমি কর।

বন্ধুরা বাইরে চলে গেলে

কলকাতার রাস্তাঘাট নির্লিপ্ত হয়ে যায়।

Comments