কলকাতা – ৩ | উপেক্ষিৎ শর্ম্মা
রাস্তা ডিঙিয়ে যাই,
মানুষেরই মত সে,
ছড়িয়ে ছিটিয়ে,
ফুটপাত...
- কচিদা, কেমন আছো, বললে না?
- বৌমার ডেঙু...।
হাড়ভাঙা মশারির চল নেই সিমলেয়ে, কালীঘাটে, এই সব তল্লাটে
জলকাচা চাদরেই ঢাকা থাকে ফুটপাত
ঢেকে নেয় আব্রু ও সঙ্গম।
তেতলার ছাদ থেকে তীরবেগে ছুটে আসে শব্দটা,
“ভোক্কাটা”...
তারচে’ও তীরবেগে বুধুয়ার ঘুড়ি ধরা উল্লাস
নিমেষে নিঃশেষ ঐ সরকারি বাসে...
একটা প্রাণের শব্দে থেমে যায় শহরের কোলাহল,
নিশ্চলতা পেয়ে বসে প্রাণপণ মৌনতায়....
বুধুয়ার মার মুখে মুড়ি আর বেগুনি
আপাতত এই তার সম্বল....
|
Comments
Post a Comment