নেশা | সৌতন বসাক





শুকনো ও ভেজা। দুটোই আছে।
নেশার দ্রব্য সবাই দিয়ে দেয় চাইলেই।
পাড়ার চেনা দাদা থেকে ট্রেনের অচেনা কাকা পর্যন্ত,
যে কেউ। বিষবৃক্ষে সবাই জল দিতে চায়।
সহজ প্রেম মুখ থেকে টেনে ফেলে দেয়
সিগারেট। প্রেমকে জটিল চড় মেরে আমরা

এগিয়ে যাই। মৃত্যুর দিকে।



Comments