সেতুর নির্জনতায় | সন্তু ঘোষ
যোজন দূরত্বে যা কিছু এসেছি ফেলে – ভিটেমাটি –
কোলাহলে ফেলে আসা স্কুলের কিশোরীমুখ
সব মনে পড়ে –
মনে পড়ে আজও সব সেতুর এ নির্জনতায়!
ওখানে কি আজও তেমনই কাঠ জ্বলে ধিকিধিকি মাটির উনুনে?
এখনও কি অভিমানী রাঙা গাই ডেকে ওঠে বাঁশের গোয়ালে?
জমানো প্রশ্নেরা এভাবেই একে একে উঠে আসে স্রোতের খেয়ালে
জোড়াতালি পড়ে থাকি আমি - আপাদমস্তক – যেন এক অবশেষ
যোজন দূরত্বে যা কিছু এসেছি ফেলে – ভিটেমাটি –
কোলাহলে ফেলে আসা স্কুলের কিশোরীমুখ
সব মনে পড়ে
মনে পড়ে স্কুলের কিশোর বেলা – মনে পড়ে সেদিনের শারদীয়া আলো।
|
Comments
Post a Comment