ফুটপাত | রাজেশ চট্টোপাধ্যায়




উঠতে যাব যেই
দেখি, মশারির খুনসুটি
বাড়ির সামনে অচেনা কুকুর
সুড়ঙ্গ বেঁধেছে, প্রভুর ভক্ত না হয়েও

ওরা সারারাত ঘুমোতে পারে না
মশারি পায় না বলে,
আলস্য যেদিন শুধরে নেবে
সেদিন হয়ত ঘুম ডে পালন হবে

কুকুরটা শুঁকে দেয় ছেঁড়া পাজামা

আর দিন দিন চেনা হয়ে উঠে 


Comments