পথ | এলোমেলো





সেদিন, তপ্ত রোদে পিচগলা পথে আমি একা,
এসেছিলে কি কোনোদিন তুমি সেই পথে?

এক পা, দুপা, বয়ে চলে অন্তহীন পথ-
তবুও হয় না শেষ, থামেনা চিরতরে

এদিক, ওদিক, কানাগলি যত,
আমি হারাই পথ ভুলে-
ঘুরে ঘুরে মরি, চেনা গলির অচেনা ভিড়ে।

তবুও চলি,
চলা বাকি যত, মাপা আছে সব
কোথাও কোনও খানে,
হিসেবী কেতাব বা বেহিসেবি পথের ধারে-

পথের হিসেব কে রাখে?
থমকে দাঁড়ায়, সামনে এসে
আমিও থামি, কেন কে জানে-

আবার শুরু, আবার পথের বাঁক-
বাঁকের ধারে তোমার সাথে দেখা হওয়া থাক ।।



Comments

  1. ভালো লাগলো না।

    ReplyDelete
  2. এলোমেলোর অন্যান্য প্রলাপ এখানে পাওয়া যাবে... https://elomelorghor.wordpress.com/

    ReplyDelete
  3. এলোমেলোর অন্যান্য প্রলাপ এখানে পাওয়া যাবে... https://elomelorghor.wordpress.com/

    ReplyDelete

Post a Comment