কলকাতা | অর্ঘ্য দে





সূর্য না ছোঁয়া রাস্তাগুলো
ঠায় দাঁড়িয়ে থাকে বাতিস্তম্ভের নীচে।
যে শহর সমলয়ের ক্যাকোফনিতে
প্রতি সন্ধ্যায় তিলোত্তমা হয়ে ওঠে-
জন্মদিন ছাড়াই তার শরীর জুড়ে বেড়ে চলে
মোমবাতির সংখ্যা।

Comments