গুচ্ছকবিতা | আকাশ গঙ্গোপাধ্যায়







খোদাই
দেওয়ালে লেখা প্রত্যেকটা নাম শ্যাওলার থেকে বেশি গভীর।

আড়াল
হাওয়া দেখতে দেয় না, ধাক্কা দেয়, ভালোবাসার কোনো পুরোনো আত্মীয়।

দুশ্চিন্তা অথবা নারী
তুই নেই মানে অনেকটা ফাঁকা সময়, আছিস মানে পাকাচুল।

গতি
ঢেউ কী নিজের ইচ্ছায় বালিতে ফিরেছে কখনো?

গ্রহণ
চাঁদ আমায় ভরসা করেছে, তাই পিছন ফেরেনি।

উপগ্রহ
গ্রহের আকর্ষণ ছাড়লে তুমিও হয়তো গ্রহই হতে।

গলি
এদিককার গলিগুলোয় ঢুকলে নিজেকে চাবি মনে হয়, সব দরজায় ঠোকা মারি।

সূর্য
প্রবল ভালোবাসায় তুমি বিশ্রাম ভুলে গেছ, আমরাও গ্রহণ দেখিনি বহুদিন।

নদী
কিছুটা পলি তুলে এনেছিলাম না বলে, জোয়ার নামে আঁকড়ে ধরেছিলে পার।

অস্তিত্ব
কেটে ফেলার প্রশ্নে হ্যাঁ অথবা না বলতে গাছ একই রকম মাথা নাড়ে।

Comments