Skip to main content
মিছিল - প্রমা চৌধুরী
মিছিলেই প্রথম দেখা হয়েছিল সহস্র আর রক্তিমার..দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছিল ওরা..সহস্রর সুউচ্চ কন্ঠ,ব্যক্তিত্ব,দৃঢ়তায় মুগ্ধ হয়েছিল রক্তিমা....রক্তিমা প্রথম প্রথম ভয় পেত এসব মিটিং মিছিলে...কিন্তু সহস্র কে পাশে পেয়ে ওর মনে হয়েছিল এমন বেহাল পরিস্হিতিতে চুপ করে দরজায় খিল দিয়ে বসে থাকা লজ্জাজনক...তাই সহস্রের হাত ধরেই পথে নেমেছিল ও...প্রেমে পড়েছিল বিদ্রোহের উত্তাপেই....এই সোনা,বাবু,জানু,মনার যুগে ওদের ভালবাসার ডাকনাম গুলো ছিল একটু অন্য-আলো, আর উচ্ছ্বাস....ওদের আলোচনার বিষয়বস্তুও ছিল ভিন্ন...
জন্মদিনে রক্তিমার কাছে সহস্রের দাবি ছিল....
-সারাজীবন মিছিলে পাশে চাই তোকে,
প্রেমের গানের বদলে চাই তোর দৃঢ় কন্ঠ,
মুঠো করা হাতটা বাড়িয়ে দিবি আমায়???
রক্তিমা উত্তর দিল-দেবো....
সেদিনও পথে নমেছিল ওরা...হঠাৎই একটা গুলির শব্দে রক্তিমার বুকে নুঁইয়ে পড়ল সহস্র...কাঁচা হলুদ পাঞ্জাবীটা লাল হয়ে গেল নিমেষে....কিন্তু মিছিল থামেনি আজও...রক্তিমা আজও মিছিলে হাঁটে,প্ল্যাকার্ড লেখে,স্লোগান দেয়...আর প্ল্যাকার্ডের ডানদিকে সহস্রের একটা ছবি আজও সাহস যোগায় ওকে...মিছিল থামেনি....
Comments
Post a Comment