মিছিল - প্রমা চৌধুরী
Weekly-Editionযাপন |
জন্মদিনে রক্তিমার কাছে সহস্রের দাবি ছিল....
-সারাজীবন মিছিলে পাশে চাই তোকে,
প্রেমের গানের বদলে চাই তোর দৃঢ় কন্ঠ,
মুঠো করা হাতটা বাড়িয়ে দিবি আমায়???
রক্তিমা উত্তর দিল-দেবো....
সেদিনও পথে নমেছিল ওরা...হঠাৎই একটা গুলির শব্দে রক্তিমার বুকে নুঁইয়ে পড়ল সহস্র...কাঁচা হলুদ পাঞ্জাবীটা লাল হয়ে গেল নিমেষে....কিন্তু মিছিল থামেনি আজও...রক্তিমা আজও মিছিলে হাঁটে,প্ল্যাকার্ড লেখে,স্লোগান দেয়...আর প্ল্যাকার্ডের ডানদিকে সহস্রের একটা ছবি আজও সাহস যোগায় ওকে...মিছিল থামেনি....
Comments
Post a Comment