আজকের ফেলুদা - লাবণ্য দে
Weekly-Editionযাপন |
-ইনক্রেডিবল!
এমনসময় বেলটা বাজতেই ছুটে গিয়ে দরজা খুলে দেখি জটায়ু আর সাথে গোলচশমা উস্কোখুস্কো চুলদাড়ির একটা ভদ্রলোক, আগে একে কোথায় দেখেছি মনে করতে না করতেই............
ফেলুদা-ওহ মিস্টার শঙ্কু ,আমার কি সৌভাগ্য!
আমার মনে হচ্ছিল বেশ ইন্টারেস্টিং কিছু একটা হতে চলেছে.........।
শঙ্কু- তা ফেলুবাবু আপনার মেলটা পড়ে মনে হল এসব বিষয়ে সামনাসামনি কথা বলাই শ্রেয়। আজকাল আবার খুব হ্যাক ট্যাক হচ্ছে ,তা বলুন আমি কি সাহায্য করতে পারি...
ফেলুদা-আপনার বিধুশেখরটিকে যদি কদিনের জন্য......
শঙ্কু-নিশ্চই, কাল ই পাঠিয়ে দিচ্ছি ।
ফেলুদা-কৃতজ্ঞ থাকব.........তবে কয়েকটা ব্যাপারে ডিটেইল ইনফো আর্জেন্ট ছিল।(চিন্তিত মুখে)
আমার মুখের কথাটা কেড়ে নিয়ে জটায়ু সোফার ওপর প্রায় লাফিয়ে উঠে ওনার সিগনেচার হাসিটা দিয়ে বললেন
-এখন আর এসবের চিন্তা কি মশাই! বোতাম টিপলেই ইকিওপিডি !
ফেলুদা- কথাটা যদিও উইকিপিডিয়া; তা সেই পিডিয়া কি ঘাঁটিনি ভাবছেন !
শঙ্কু- তবে?
আমি ফস করে বলে ফেললেম- ফেলুদা .........সিধুজ্যাঠা !
ফেলুদার ঠোঁটের কোণে মলিন হাসি,
-বুঝলি তোপসে, আজকাল আর কোথাও সিধুজ্যাঠার খোঁজ মেলেনা, মোস্ট আপডেটেড ভারশান গুগল ডট কমের রমরমায়ে তখনকার সিধুজ্যাঠারা কবেই হারিয়ে গিয়েছে !
Comments
Post a Comment