সাবান - সৌরভ ভট্টাচার্য্য
Dolchhut weekly |
সবার প্রথম দিকে স্নানঘরে যেতে কিছু ভয়,
সাবান নিরীহ প্রাণী। তবু তারও উত্তেজনা হয়।
তোমার স্তনের ভাঁজ, চাঁদপোড়া নাভিমূল থেকে
উন্মাদ জলের ধারা কোথাও বা থেমে, কিছু বেঁকে
নিশির ডাকের মতো শেষ রাতে, ইশারায় ঠাসা
সাবান প্রথম জানে জীবনের তীব্র পিপাসা।
প্রতিটি দুপুরবেলা স্নানকালে তোমার ভিতর
স্পর্শের মধ্যে দিয়ে খোঁজে শান্তি, সুরক্ষিত ঘর
সাবান সরল প্রাণ, সুরক্ষার মূল কথা কখনো জানে নি,
কাঁধের এ পাশ থেকে ওই পাশে ফেলে দিয়ে বেণী
একদিন চলে যাও, কেননা অমোঘ এই যাওয়া-
গ্রীষ্মের প্রদোষকালে ছাত্রের মতন বোবা হাওয়া;
তোমার সুন্দর ত্বক, দেহ থেকে বিচ্ছুরিত ঘ্রাণ,
সোপকেসে পড়ে থাকে, ক্ষয়প্রাপ্ত, অদৃশ্য সাবান!
প্রদোষকালে মানে টা জানা নেই।
ReplyDeleteসাবান এর সরল প্রাণ। বেশ সুন্দর কনসেপ্ট টা।