দুখাই রাজ
অন্দরে অন্দরে
চিক্কনে ডাক পারিগো
অন্দরে অন্দরে আমি পুইড়া যাই তুমি বুঝি মেলা পর পর কর?
ভিতরলোকে সেইদিন কইছিল
তুমি সিড়ি ভাঙতে ডর পাও— কারো লগেই আর কথা কওনা কওনের কিছু ঠাওর করতেই পিন্ধনের কাপড় বিন্ধে তোমার আজলায়
তুমি সেই সবুজ পক্ষীডার লাহান
আর ফিরবার চাওনা এ মুড়ায়?
চিক্কুর পারিগো আমি এই নিদানে
চিক্কনে ডাকিগো সোনা বিহানোবেলায়।
শরণার্থী
মেঘদল
পরাধীন
কাঁটা
হয়ে জন্মানোর পর নিজেকে আবিষ্কার করি মাছের ভেতর
ডানা
বিনত
পথের কাছে মাছির ডানা খুলে দিলে আরেকবার প্রতারিত হয় বাতাস
হারজিত
একটি
সুন্দর বারান্দা দেখে উঠে পড়ুন। খুন হবার পর লাফ দেবেন সেখান থেকে
মা
ছুরি
ঢুকিয়ে আকাশটাকে চিরে ফ্যালা হলে
দু
ফোঁটা রক্ত নেমে আসে বংশ পরম্পরায়
পিতৃপাঠ
আপনি ভাবছেন—
আপনার পিতা বৈয়মের ভেতর ঢুকে
ভেতর থেকে আটকে দিয়েছেন মুখ
টিনের মুখ। খোলার কৌশল তিনি জানেন
না।
আপনি চাইছেন—
বাহির থেকে মুড়িয়ে মুড়িয়ে খুলে
দেবেন
তাকে নিঃশ্বাস নিতে দেবেন
অথচ আপনার পিতা
মুখ ধরে বসে আছেন ভেতর থেকে, ভাবছেন
আপনি তাকে হত্যা করবেন, ভয়ে
|
|| সূচীপত্র
|
|
Comments
Post a Comment