সাম্য রাইয়ান




 
দর্শন
 
ভীষণ দালান ঘেঁষে প্রতিবেশী মেয়ে
পুরোনো চটির উপর দাঁড়িয়ে থাকতে
হচ্ছে
হচ্ছে তো? নামফলক
আঁকতে হচ্ছে কফিনে পেরেক ঠুকতে ঠুকতে।
আঁকছ তো? উজ্জ্বল কোনো আলো
নাই। দেখতেই পাচ্ছো



শাওন সরকার

ইলাভেনের মেয়েটিকে যে ভালোবাসে, চায়ের দোকানে বসে যে ছটফট করে, শহিদ মিনারে যাবে না যাবে না বলেও যে রিক্সায় উঠে বসে, সে শাওন সরকার৷ মেয়েটা ওকে ভালোবাসে না মোটেও; পয়সাকড়ি চায়৷ শাওন বেকার৷ মায়ের কাছে বিশ টাকা চায়৷ সকালে মোড়ের দোকানে চা খেতে খেতে ভাবে, কিছু একটা করা দরকার৷ বয়স একুশ৷ শাওন সরকার৷ পেশায় বেকার৷ একখণ্ড প্রেম করে৷ মেয়েটা তাকে ভালোবাসে না মোটেও৷ পয়সাকড়ি চায়৷




মেশিন

আবার প্রথম থেকে, নতুন করে লিখছি পুরোটা
বিগত সময়ের কর্মকে কেটেকুটে, ব্যাপক
কাটাকাটি হলেও নতুনে রয়েছে ছাপ, পুরানের

চিহ্নিত হচ্ছে ধীরে, না-লেখা কলম, তেলের কাগজ
তা-হোক, তবু আবিস্কৃত হোক প্রকৃত যাপন...

আদিম শ্রমিক আমি; মেশিন চালাই।
মেশিনে লুকানো আছে পুঁজির জিন
চালাতে চালাতে দেখি আমিই মেশিন



Comments