শিমু সিদ্ধার্থ




 
(১)

কিভাবে দাঁড়ালে এসে, আমার সম্মুখে, ঝড়
মুগ্ধ হয়ে বললাম দ্বিধা কেনো? ভাঙো ঘর
ভেঙে ফেলো যতসব অযথা আশ্রয় আছে
মানুষ মূলত স্বপ্নে আর ভালোবাসায় বাঁচে।

সুতরাং ভয় নাই, কোনোরূপ দেবো না দোষ
ঝড় অতঃপর বাজালো সহোদরা মেঘের নির্ঘোষ
ভাঙলো আশ্রয় সব, শেষ হলো সকল বিলাস
ক্ষতি নেই, পৃথিবীর বিভিন্ন মাঠে এখনো রয়েছে ঘাস

সেসকল স্থানে যাবো, সেসকল প্রান্তরে গিয়ে আর
আর কোনো পেছনের দিকে প্রয়োজন হবে না ফেরার।




(২)

মূলত কামনার কাছে ব্যর্থ হয় হৃদয়ের ঘ্রাণ
একপাশে ফুল আর অন্যপাশে আহত বাগান

বয়সের কিছু দোষ, চিরকালই এরকমভাবে
নিশ্চিত ব্যথা জেনে সারাক্ষণ ব্যথা চেয়ে যাবে।

জন্মের ভুল থেকে উঠে এসে জ্বালালে আগুন
জানা হয় যৌবন এক সাগরের সমুদয় নুন।
আগুনে পুড়লে প্রাণ, অতঃপর মানুষেরা চোখ
খুলে দেখে ফুটে আছে বেদনার নিবিড় আলোক।

জীবনে প্রচুর ভুল নাহলে তো জীবনই বৃথা
ভাষার নিকটে আমার আরো বহু গভীর চাহিদা
সাধনা, রক্ত, প্রেম- আরো যত তীব্রতা, আছে
সবকিছু দাবি করি চিহ্নরূপময়তার কাছে।

শব্দ মূলত বোবা, শরীরে যত তার রস।
একা একা ভালোবেসে হয় তার শরীর বিবশ।
তার দিকে চাওয়া হলো, মুছে যাওয়া। এবং
চুষে চেটে গিলে খাওয়া পৃথিবীর সমুদয় রঙ।

প্রবাহে নিহিত হলে? অতঃপর ঝর্ণা নামুক
দুধফুলে ডুবে থাক পৃথিবীর সমুদয় সুখ
সকালে পাখির ডাক সুমধুর
, জানেনা কে?
তারচেয়ে বেশি মধু পাওয়া যাবে আহা ভালোবেসে।

এসব বিলাপ করা, সবকিছু ব্যর্থ হবে জানি
একপাশে ফুল আর অন্যপাশে বোবা ফুলদানি।
সেখানে অনেক ফুল সবুজ হলুদ আর লাল
তবু কেনো ফুলদানি আরো এক ফুলেই মাতাল?

শিখরে সূর্য তাই, পাহাড়ের ভালোলাগে খুব
সবচেয়ে কাছ থেকে দেখে সে আগুনস্বরূপ
অথচ সূর্য জানে পাহাড়ের এতো ভালো লাগে?
সূর্য কেবলই আলো দেয় মৃদু গাছের পাতাকে।

চেয়েছি বৃষ্টি হোক, মেঘ চায় পালাতে কোথাও
আমারো অভিমান আছে, বলেছি তবে তাকে, যাও
যেতে যেতে ব্যথা পাবে? ব্যথা পেয়ে ঝরাবে কোমল
সমুদ্রের বুক থেকে তুলে আনা ফোঁটা ফোঁটা জল।

আসলে জলের কাছে যেতে হয়, কেননা জীবন
মূলত ভিজতে চায়। ভিজিয়ে বাঁচাতে চায় মন।




(৩)

দ্রুততম ঘোড়া, খুলে দেখো, হীরার প্যাকেট
কেটে যাবে সারা রাত, অন্ধকারে, সকল প্রহর
সকালের দিকে গেলে পাওয়া যাবে দগদগে স্লেট
যেইখানে লেখা আছে ক্ষয়ে যাওয়া রাত্রির ঝড়

যমুনা, গর্ভ থেকে নেমে এলে, তুমিই তখন
বুঝে নিও মানবীর শরীরের গোপন, তরিকা
কোথায় লাভা আর কোথায় কোমল ঘাসবন
কোনখানে ফুল আর কোনখানে বেদনার শিখা।

নদীর সন্তান তুমি, মিশে যাবে নদীতে আবার
সময়ের সুখ শুধু কিছুকাল তোমাকে পাবার।

Comments