ইরফানুর রহমান রাফিন






আয়লান

পৃথিবীর শেষ শিশুটিকে কবর দেয়া যাবে না
সে
বারবার উঠে আসবে বধ্যভূমি থেকে
তার নাম ইরাক
সিরিয়া
কিংবা কুর্দিস্তান
সে আসবে বিষণ্ণ বাবেলের বাকরুদ্ধ মিনার থেকে
সে আসবে ইশতারের কান্নায় ভরা মরুস্বর্গ থেকে
সে আসবে নবীবংশের রক্তে লাল ফোরাত থেকে
সে আসবে কারবালার তৃষ্ণায় তাড়িত বসরা থেকে
সে আসবে খুন হওয়া মানুষের মানচিত্র থেকে
সে আসবে, সে আসবে, সে বারবার আসবে
তাকে যতোবার খুন করা হবে ততোবার আসবে
সে
একটা ৬,০০০ বছর বয়সী সভ্যতার সন্তান
খবরদার
তাকে কেউ সভ্যতা শেখাতে আসবেন না...



ডেভলাপমেন্ট

দশ বছরে বিশ হাজার লাশ ফিরেছে ঠিকানাতে
দখল হয়ে যাওয়া জন্মভূমির জলে মাঠে ক্ষেতে
কারখানায় গলে পড়া আগুন আর মাংসের ঋতুতে
প্রবাসী শ্রমিকের রক্ত শ্যাম্পেন হচ্ছে ইডেন গার্ডেনে
অন্ধের আয়াত ঝাপসা হয়ে যাচ্ছে কান্নার কারণে

আমার আল্লায় জানে
আর মায়ে জানে...



অন্ধ মেয়েটি

অন্ধ মেয়েটি তোমাকেই ভালোবাসে?
যাও তার কাছে, হাত ছোঁও আঙ্গুলে
চুমু খাও চোখে ঠোঁটে গালে আর চুলে
অন্ধ মেয়েটি তোমাকেই ভালোবাসে?
খুন হয়ে যাও হৃদয়ের সন্ত্রাসে!

সেই বার্তাই
ছড়িয়ে গেছে বাতাসে
জলে নীলে ফুলে ঘাসে
অন্ধ মেয়েটি
তোমাকেই শুধু তোমাকেই ভালোবাসে...

Comments