রিমঝিম আহমেদ
পরানসখা (২) দাঁড়াও, আলো আনছি বলে কেউ একজন অন্ধকারে হারিয়ে গেল সামনে চৌরাস্তা কোন পথে যাব ভাবতে ভাবতে বুঝলাম পায়ের লিগামেন্টে টান পড়েছে তখন আমার তৃতীয় চিৎকারটি দিলাম প্রথম দিয়েছি জন্মচমকে, দ্বিতীয় প্রসববেদনায় আর তৃতীয়টি তোমাকে ছুঁতে না পারার আর্তনাদ ঘূর্ণন ধরো, আমি বলছি — ভালো লাগছে না কিছু তুমি বলবে— চল সেই নদীর পাড়ে যাই! আমাদের এই যাওয়া-আসা, আসা-যাওয়া সব কোন এক পরিযায়ী পাখি নিয়ে গেছে শীতের গ্রামে। ওখানে মানুষেরা ভালো থাকা ভাগাভাগি করে মিশে যায়— দুই-এ মিলে এক-এ আমরা নিজেদের বৃত্তবন্দি করে ঘুরতে থাকি। ধরো, সূর্যকে কেন্দ্র করে মানুষ ঘুরছে অবিরাম— আত্মলীন এই যে আমরা মুছে যাচ্ছি ফুরিয়ে যাচ্ছি একটু একটু করে টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছি পরস্পরের ছায়া! দেখছি না গূঢ় বিস্তার, ডানাহীন আমরা সমূলে প্রোথিত হচ্ছি ধীরে ধীরে
পরস্পর রক্তের ভেতরে —
|
|| সূচীপত্র
|
|
Comments
Post a Comment