রিকেল
আমরা হারাচ্ছি আমাদের প্রিয় মাদকতা
আমরা প্রতিনিয়ত আমাদের নির্বোধ অহংকারী প্রেমিকাদের হারাচ্ছি যেহেতু, তারা অভিমানে বিশ্বাসী আর ভালোবাসে শরৎকাল আমরা হারাচ্ছি আমাদের প্রিয় নদীকে
প্রভাত ডুবে যাচ্ছে দুপুরে
আগুন নিয়ে উড়ে যাচ্ছে পাখি বরফ নিয়ে উড়ে যাচ্ছে মানুষ রমণী কথা বলে ধীরে, হাসে নিশ্চুপ; বিশ্বাস রাখে সন্ধ্যাকালীন বেদনাবোধ দীঘির জলের জ্যোৎস্না আর প্রেমিকের গভীর বিশুদ্ধ মাতাল চোখে
আমরা হারাচ্ছি আমাদের সহজ কোমল প্রেমিকাদের
তিনটি পথ দাঁড়িয়ে আছেন কণ্ঠরোধ—
উজ্জ্বল, গোলাপ, বিষণ্ণ এসো, আমরা আলিঙ্গন করে শুয়ে পড়ি দেখো— মুকুট মাথায় প্রেম কাঁদছে অদূরে
আমরা হারাচ্ছি আমাদের প্রিয় মাদকতা
দু:খ নিয়ে ভেবো না; পড়ে রবে কাল
এসো, রক্ত খেয়ে কাটিয়ে দেই ব্যথা? পান করি তোমাকে-আমাকে : পৃথিবীর একটিমাত্র প্রেম
উপকূলীয় বৃক্ষ বহুরাত মৃত বহন করে না
সমুদ্রে গেলে নিজেকে পাঠযোগ্য কোরে ঝুলে রাখা যেত
অদ্ভুত রোম্যান্টিক প্রেম
অদ্ভুত রোম্যান্টিক প্রেম নিয়ে তোমার দিকে যাচ্ছিলাম ফিরে আসতে হলো ভয়ংকর একপাল সত্য ঘৃণা নিয়ে৷ আমাদের মাঝখানে শৌখিন যে বিমুখ পথ চলে গ্যাছে নিরুদ্দেশে আজ তার ব্যথা বাজে কানে; সুখ হয় তবু, ভেবে — গোপনে যা করেছিলে দান শোক হয় তবু, ভেবে — গোপনে যা পেয়েছিলে দান৷
হেলেন
সোনালি আপেলটি ছুঁড়ে দেয়া হলো পাহাড়ের দিকে যার গায়ে লেখা— ‘শ্রেষ্ঠ সুন্দরীর জন্য’ প্রিয় আফ্রোদিতি, আপেলটি তোমার নয় হেলেন, পৃথিবীটা তোমার শয্যা তুমি ভাবতেই পারো যেহেতু তুমি সুন্দরী রমণী তোমার স্তনের কাছে মাথা নত করে আমরা গাইতে পারি বেদনার সংগীত— ‘প্রাচীন ট্রয় ঘুমিয়ে আছে তোমার বুকে’ স্বর্গে এরূপ আশ্চর্য বৃষ্টি পড়ে? নরকে মধুর বেদনা পাওয়া যায়? হে দেবী, আমরা বরং শুয়ে পড়ি প্রভুর বিছানায় আমরা আমাদের আঙুল এবং ঠোঁটকে সঠিক সময়ে ঠিক গ্লাসে বসাতে পারলেই পৃথিবীটাকে চমৎকার এক ব্রোথেল আর অভিজাত পানশালা বানিয়ে নিতে পারি; যেখানে নিয়মিত সঙ্গম আর মাতাল হয়ে শুয়ে থাকা যায় অনন্তকাল এসো হে রমণী আমরা সুর তুলি যৌবনের
|
|| সূচীপত্র
|
|
Comments
Post a Comment