রনক জামান




 
জল

মানুষের দেহের সত্তর ভাগই নাকি জল। নীল, তুমিও তো মানুষ, তবে তোমারও কি তাই? ভাবলেই অন্যদের সাথে তোমাকে গুলিয়ে ফেলার ভয়, বিশেষ করে যারা সমুদ্রে বেড়াতে গেছে বা যারা সমুদ্র ঘুরে এসে হাত নেড়ে ঢেউয়ের গল্প বলে, তুমি তাদের দলের কেউ নও। যদিও তাদের প্রত্যেকের শরীরে সত্তর ভাগ করে জল, এমনকি আমার শরীরেও তাই। অথচ দ্যাখো, সামান্য তেষ্টাতেই আমি সবাইকে ভুলে যাই, সকলের পাশ কেটে তোমার কাছেই ছুটি প্রত্যেকবার!





পোস্টার
দেয়ালে সেঁটে আছে মন্ত্রীমশাই,
দিনে দুবার করে আমাদের হয়ে যায় দেখা
দুবারই আমাকে সালাম ঠোকে;
বাজারে যাবার সময়
আর বাজার করে ফিরে আসার সময়।

ফেরার সময় আমি ভয়ে ভয়ে সালামের উত্তর দিই।
কে জানে কখন তিনি
ভোট না চেয়ে যদি চেয়ে বসে বাজারের ব্যাগ!




সামাজিক জীব

আমরা সবাই সবাইকে চিনি
প্রতিবেশী, আত্মীয়-অনাত্মীয়, বন্ধু, কত কী!
অচেনা কারো মুখোমুখি পড়ে গেলে
আমরা তাকেও চিনে ফেলি,
একে অন্যের সাথে মৃদু হেসে পরিচিত হই;
সকলেই ভাই-ভাই
শুধু আলাদা আলাদা নাম, রুচি,
এমনকি খাবারের মেন্যু

এভাবেই আমরা সবাই সবাইকে চিনতে 
চিনতে
চিনতে চিনতে,
যার যার খাবারের তালিকা করি
:
সকালের নাশতায় কাকে খাওয়া যায়
অথবা দুপুরবেলা ঠিক খেতে হবে কাকে!
 

Comments