মোহাম্মদ আন্ওয়ারুল কবীর



 
স্পর্শবার্তা

মাছের সাথে খেলা করে জেনেছি মাছও মাতাল হতে জানে -
যে নারী স্পর্শবার্তা বোঝে না তাকে দেখে বিষম খাই খুব
ঈশ্বরও কি মাঝেমধ্যে ভুল ক্যানভাসে আঁকে!
ছেলেবেলায় দেখা ছবি, রাজ্জাকের ছায়ায় শাবানার থরথর তনুদেহ
শুধুই কি ছোঁয়াছুয়ি খেলা!
সময় সাক্ষী রেখে স্পর্শবার্তায় লেখা হয়ে যায় কত কী যে!




বাজারমূল্য

টাকার কোন জাত নাই, কালোটাকা কালো হতে দেখিনি কখনো
বাজার চিনে না উৎসমুখ
, মুদ্রামানই সারকথা।

মনে পড়ছে হাইডপার্কে সুন্দরী যৌনকর্মীর ছবক -
'দেহের বাজার মূল্য আছে, আদিতেও ছিল, থাকবে শেষটায়ও
থাকে ততদিন যতদিন সৌষ্ঠব থাকে... শুধু নারীর নয়
, পুরুষেরও।'
দীর্ঘশ্বাস ফেলে আরো বলেছিল
, 'তবে ভালোবাসার কোন বাজারমূল্য নেই...
কষ্মিনকালে ছিল না
, কখনো হবে না... তাই তো সবাই আয়নায় চোখ মেলে দেখে।'




শেকড়ের পানে

শুরুতেই চিনেছি তোমায়
চোখ মুদেই বুঝি আমি জড়িয়ে রয়েছে মায়া।
ওরা বলে
, 'নিজেকে জানো'
আমি বলি
, 'বৃক্ষ দ্যাখো, শেকড়ের পানে তাকিয়ে আছে আজো
'

|

Comments