হর্স ট্রেডিং | শর্মিষ্ঠা ঘোষ
কবিতা| |
ঘোড়া কেনা বেচার হাটে
কেউ কারুর চোখে তাকায় না
কোনো বন্ধুভাব বা শত্রুতা নয়
মুদ্রার ঝনঝনে অভ্যস্ত কান
বেশি দিলে লাগামটি দেব
বেশি পেলে জিন আর ঘন্টাও ফ্রি
বেশি পেলে ঘাড়টি হেলাবো
তুমি কি আমার পর হে ?
এ ঘোড়া ফের বেচতে পার তুমি
রেস খেলতে পার কিম্বা এক্কা চালাতে
নালের আংটি পরতে পার আঙ্গুলে
কোনোকিছুই দায় নেই দেখার
বরং মন দেব পরের ঘোড়াতে
ছোলা দেব পানি দেব
আর মনে মনে ছকে নেব পরবর্তী ডিল
Comments
Post a Comment