যুগল কবিতা | পিয়ালী বসু









কবিতা
| |

১|

শরীরের এপিটাফ


সংখ্যাতত্বেরর হিসেব মাখা স্পর্ধা
কান্না সমেত খুচরো হাওয়ায়
তুলাদন্ডে মাপা হয় ফেলে আসা সম্পর্ক
মারিজুয়ানা আর অশ্লীল কিছু বর্ণমালা মেপে
এখন তাই অভ্যস্ত ছাপোষা, ছন্নছাড়া শৌখিন শরীর'



২| 

জীর্ণ এলিজি


শিকড়ের অভ্যর্থনায়
কিছুটা সময় এখনও বাকি
অবাঞ্ছিত চাদরে মুখ ঢেকে
চোয়াল , চিবুক -- শরীর বদল
আপাত এই দৃশ্যপট বদলের প্রচ্ছন্ন সুর
এখন আলগোছে ছুঁয়ে থাকা অভিমানে পরিবর্তিত

প্রতিটি বৈধ সম্পর্কের স্বীকৃতি
আসলে
স্বীকারোক্তির স্থবিরে বয়ে চলা জীর্ণতার এক প্রতিচ্ছবি মাত্র

Comments

Post a Comment