স্মরণীয় বসন্ত শেষে | পলাশ মন্ডল





কবিতা

 | |




ছিঁড়ে ফেলার আগে চুমু খাই
চুমু খাওয়ার আগেও ছিঁড়ে ফেলি কখনো কখনো,
এ ফুলের তাতে কিছুই যায় আসে না।
জানিএর পর সে নদী হয়ে যাবে
শুরু হবে স-যত্ন দুই কুল ভাঙাচোরা-
তার পর সাপিনীর বেশে স-বিষ দংশন!

আমি জেনেশুনেই খুলে দিই ধমনীর সব লকগেট।

এবার ভেসে যাওয়ার পালা
ভাসতে ভাসতে হারিয়ে যাওয়ার খেলা..
নির্নিমিখ জোছনায় জেগে ওঠে নতুন নতুন জাহাজ ঘাট


অদ্ভুত আচ্ছন্নতায় ঢেউ তুলে নৌকা ভেসে চলে নরকের দিকে...

Comments