অলস আক্রমণ । তন্ময় ভট্টাচার্য
Poetry
(১)
প্রাণাধিক প্রিয় লেখা ফিরে এলে যেরকম
ব্যর্থতা ঘিরে ধরে
মনে হয়, ঘুমঘোর বসে থাকা ভালো
প্রস্তাবে প্রস্তাবে শতক পাল্টে গেছে
কে সেই কিশোর
আজ আয়নায় আবার দাঁড়াল!
(২)
উপরোক্ত লেখাটিতে কিঞ্চিৎ ন্যাকামি ও
আদুরে কাঙালপনা মিশে আছে যেন কোনও
ল্যাজমোটা বিড়ালের নরম অন্ধকারে
হস্তক্ষেপ করে
তুলে আনছি জনতার রায়
সম্পাদকের ঘরে শ্রী শ্রী দুর্গা আবার সহায়...
| |
Comments
Post a Comment