ব্যথার অ্যাবস্ট্রাক্ট | নিখিল




 এ ব্যথা জন্মাবধি, এ ব্যথা বেদনাজাত, এ ব্যথা মানুষজাত 
                             নিখিল নওশাদ


[আলোকচিত্র: সুমন মুখোপাধ্যায়, ২৬ শে মার্চ, ২০১৪ | একাডেমী চত্বর, কলকাতা]

---নিষিদ্ধ পলিথিন---

প্রশ্নচিহ্নের সাথে লম্বালম্বি জোড়া দিই (দারুণ দ্রোহে, যন্ত্রণায় জ্বলে যাওয়া, এলোমেলো, ব্যাকরণকে চুদে দেওয়া শিল্পী এক) আরেকটি প্রশ্নচিহ্নআর বিন্দুচিহ্ন সরিয়ে নিলাম দুটি প্রশ্নেরই নিচ থেকেছবি হলো (শিল্প হলো কি না, সে মাথা ব্যথা তোরআমার না) বিকেল হলোবৃদ্ধা হলো আসলেলাঠি হলোলাঠিতে ভর দিলোকি আর? ভিক্ষা
আজ ব্যাপারটা কি? (এই প্রশ্নের সাথে ঠিক কোন রং মানানসই? জবাব দে শালা!) প্রস্তুতির ব্যাগ উপচে গেছে! এতোটা সম্প্রদান কি করে পৌঁছাবে বাড়ি! সত্যযুগ আয়... (সত্যযুগে- মা বলতো: চোখ বন্ধ করে, আমি বাপের বাড়িতে যাববললেই বাপের বাড়ি!)
ছিঁড়ে গেছে ব্যাগগ্রামেআমিবালকের ব্যাগ নিয়েপলিথিনমা যদি হতোরিপ্লেস দ্য ইমেজমা!! পলিথিননোনতা জলেভিজেছে, তো কি?
ভাবলামআজ থেকেপ্রতিদিনহাতে আমি আর গ্রামপলিথিনরাস্তাভিক্ষারিপ্লেসমাইমেজরুঢ়সত্য
ভেবেছি প্রতিদিন রাস্তায় পলিথিন হাতে দাঁড়িয়ে থাকব
ভেবেছি প্রতিদিন উপচে পরা ছিঁড়ে যাওয়া ঝুলিতে নোনতা হব

ঘোষণা এলো রাষ্ট্রের, পলিথিন নিষিদ্ধকোন বিকল্প ঝোলা তো এলোনা ঐ বৃদ্ধার কাছে? রাষ্ট্রের নাকি পরিবেশ বাঁচাতে হয়! মানুষ বাঁচাতে হয়না?
রাষ্ট্রের কোন মা নেই শালাইমেজ, রিপ্লেস, মা...
এ ব্যথা বেদনাজাতএ ব্যথা বাল্যবেলারএ ব্যথা যুদ্ধ শেখায়এ ব্যথা রাষ্ট্রদ্রোহীএ ব্যথা মানুষজাত



আড্ডা, সাবেকী ভাষায় Interview



আমার জীবন থেকে উঠে আসা সুর


এখনো অ্যানাউন্সমেন্ট হয় নাই, আসবে কি না জানা নাই

Comments