ব্যথার অ্যাবস্ট্রাক্ট | জয়ন্ত
Pain ফিরে গিয়ে | জয়ন্ত দেবব্রত চৌধুরী
[চিত্রণ: সালভাদোর দালি, স্পেন]
জীবনের যে কোনো দিনে, দিনের যে কোনো মুহূর্তেই গাছের কাছে ফিরে যাওয়া চলে। মনের সব কথা খুলে বলা যায় যখন-তখন, মনের সব ব্যথা গচ্ছিত রাখা যায় তার কোটরে, গুঁড়ি জড়িয়ে ধরে ভেঙে পড়া যায় বিশুদ্ধ কান্নায়। গাছ সব কথা শোনে সন্তর্পণে, বাধা দেয় না কোথাও, নিজের মত প্রকাশ করতে চায় না কখনো। শুধু তুমি উত্তেজিত হয়ে পড়লে, পাতাভরা ডাল মাথায় চামরের মতন দুলিয়ে দুলিয়ে শান্ত করে তোমায়। তোমার ব্যথার অনুরণন ছড়িয়ে দেয় শিকড়ে শিকড়ে মাটির মধ্যে দিয়ে; কয়েক লক্ষ গাছেরা সাথে সাথে অবগত হয়ে যায় তোমার আজ খুব কষ্ট। গাছ বলতে বৃক্ষ বোঝায়, যেন আবার আগাছা না বোঝে কেউ। আগাছারা চলার পথে পা আঁকড়ে ধরে শুধু, তাতে পথচলাটুকুই ক্ষতিগ্রস্ত হয় মাত্র। মাটির ওপর কোথাও ঢিবি দেখলেই খুঁড়ে ফেলেছি সাথে সাথে, খুঁজতে চেয়েছি পুরনো উত্তাপ কিংবা জমে উঁচু হয়ে থাকা দুঃখ; মাটি সমান হয়েছে কেবল, সাদা ধবধবে হাড় বেড়িয়েছে ক’টা অথচ কোনো জমাট গুপ্তধন পাওয়া হয়নি কোথাও। টবে পুঁতেছি সূর্যমুখী চারা অবশেষে। আলোর অভাবে সে আজ নতমুখ, টিউবআলোয় ম্রিয়মাণ। নক্ষত্রের তো কত আলো, তবু তারা কেউ রাতের বেলায় ফুল ফোটাতে অপারগ। দূরত্বই তবে শেষ কথা। দিনের বেলায় তো ফুল ফুটবেই, অন্ধকারে আর ফুল ফোটাতে পারে ক’জনে?
---
সূচীব্যথাপত্র
Pain-একটু হোক ইংরিজি
অনুগল্প
এটা গল্প হলেও পারত
কী-ওয়ার্ডে ব্যথা
ব্যথার অ্যাবস্ট্রাক্ট
Bong Pen-এর মডেল পৃথিবী
পার্ট ভুলে গিয়ে
সি রি য়া স ঋ সা র্চ
আড্ডা, সাবেকী ভাষায় Interview
আমার জীবন থেকে উঠে আসা সুর
এখনো অ্যানাউন্সমেন্ট হয় নাই, আসবে কি না জানা নাই
Comments
Post a Comment