২১ শে - কবিতা সংখ্যা - অনুবাদ - কবিতা




অনুবাদ


আমি একা নই
গ্যাব্রিয়েলা মিস্ত্রায়েল
[ অনুবাদ রোশনি কুহু চক্রবর্ত্তী ]

পাহাড় থেকে সমুদ্রে যে রাত একা-
কিন্তু আমি, যে তোমায় জাগিয়ে রাখি ,
সে আমি তো একা নই
যে আকাশ , একা -
সমুদ্রে আছড়ে পড়া চাঁদের আলোর কারণে
কিন্তু আমি তো তোমাকে ধরে রাখি,
সে আমি তো একা নই
পৃথিবী , যেখানে একা
যে সব মাংসপিণ্ড আমাকে দেখে শোকাহত,
কিন্তু আমিই সে ,
যে তোমাকে জড়িয়ে রাখি
সে আমি তো একা নই  

Comments