২১ শে - কবিতা সংখ্যা - পর্ব ৯
মোহ(কবিতা)
|বিষতীর - কচি রেজা
গাছে গাছ লেগেছে তলায় গ্রহনের ছায়া
প্রেরনা শুয়ে আছে ছায়ার ছায়া জুড়ে
পাতায় পাতায় নিঃশব্দ হাতছানি
ডুবে আছে আলোআঁধারি ঋনে
আমার গ্রহন নেই
বিষ কীভাবে তুলবে কীভাবে মুছবে তির
দেহাতীত ছায়ায় তুমি জুড়ে আছো
আমাকে দিয়োনা জন্ম পুনর্বার
রক্তের নিচে দুলে যাচ্ছে বিগ্রহ|
|কী তার নাম - মেঘ অদিতি
ছায়া তার ঘন হয়ে আসে
জলের ভেতর জ্বলে অভিমানী চোখ
পাতার পোষাক ছেড়ে তাকে বলি
দৃশ্য খুলে তুলে নাও সমস্ত আবেগ
শরীরগুচ্ছের কাছে লাল নীল ভাষা গড়ি এসো
আহত চোখ
রাতভর সে তখন কুয়াশায় মুড়ে
সীমান্ত পেরিয়ে যায় সমস্ত উড়ানে
বৈভবী, এবার জেনেছ কি-
কতদূর ছেয়ে গেলে ময়ূরাক্ষী দিন
স্মৃতি পুড়ে তৈরি হয় শূন্যবাগান
জেনেছ কি, ভায়োলিনে সুর তুলে
দিনরাত ডাকে যে
কী তার নাম?|
|শিকার - জয়াশিস
লাইনের অন্য পারে পাউডারে সজ্জিত নগর গণিকা
শিকারের স্বাদ ও সুঘ্রাণ সেই শুধু জানে!|
লাইনের অন্য পারে পাউডারে সজ্জিত নগর গণিকা
শিকার চাইছে তাই তোমাকেও টানে প্রলোভনে
দুহাতে তুলে আনো বাহুমূলে জমে থাকা
স্বেদ ও কবিতা
যে ছেলেটি প্রথমবার মুরগীর রক্ত দেখেছে
আর রাতভর ঘুমোতে পারেনি
|কৌশিক চক্রবর্তী
ফুটপাথে জন্মান্ধ এক ...
ফুটপাথে জন্মান্ধ এক ...
তার ছুটি ফেরা
আঙুলের বাদামে বাদামে
_________________________________________________________________
এই সরলরেখার পায়ে পায়ে আলো
ক্রমে
কমে
আসিতেছে
অস্থির পথ
পথচারী
পথিকের দল
উড়ালের বুকে এই খেলাটি লোভেছে
ধুলো অপেক্ষমান ধোঁয়ার অক্ষর
অবরোধী হাত পা হাত পা পা পা হাত মাথা মাথাহাত পা হাত পা পা পা হাত মাথা মাথা
রাস্তায় উদাসী গার্ড
বারবার লালরঙ মোমবাতির বাগান
বোকা বাসওয়ালা ... তাই দেখে ভেঁপু বাজাচ্ছ?
ঝিঁঝোটিতে আজান
আলো এসেছে silk route-এ
অনেকটা নীরবতা আবারও
যে কারণে চাঁদের
টেম্পেরায়
তার
parabola মাখানো মাখনে
তালে তালে পাখিরা ...
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ উড়ছে|
|শ্রোতার কানে - সব্যসাচী হাজরা
*
কত দরুন?
এসো ভেঙ্গে আনুক চাঁদ ফাটানো হাড় না ফাটানো দেশ
সাজিয়ে রাখে দাও তুনাক তুপাহাড়ী জল
জলায় কে?
এসো চুপ করে চাঁদনি ফাটায় , ফুটিয়ে তুলুক দাও
দাও আমাকে বাদল ঘষে দাও
গম ফলুক বার্লি ফলুক এসোর ফলায়...
**
মগধে হর্ণ লাগিয়ে বাজার করে চলো
ঘুমছুট ছুটতারা ওই মায়ের সকাল
চলো খাতায় গায় জলি গুহ হুহু করুক লোকের বাড়ির ছাদ
এখন মগধ
মুখে ঘুমোয় টাটকা কিছু শাক
চাকা ঘুরিয়ে চলোর গান
ছুরি মারে শ্রোতার কানে...|
Comments
Post a Comment