২১ শে - কবিতা সংখ্যা - পর্ব ৮




মোহ(কবিতা)



|ঈশ্বরীভূত - - সুস্মিতা ভট্টাচার্য্য

তুমিও তো চেয়েছিলে ঈশ্বর
শব্দের প্রতিধ্বনি তে প্রতিশব্দ
খুঁজেছিলে বহুবার;হে জাতিস্মর
পুনর্বার পুনর্জন্ম নিঃসার নিঃশব্দ

মহাকাল,অবশেষ লজ্জা-কামনা-সম্কোচ-ভয়
যবনিকা পতন(অথবা নয়)শুধু কালের অবক্ষয়

আমিটুকু আমির প্রতিধ্বনি
শিরায় শিরায় ধ্বনিত লাভার গতি
উদ্গিরিত উষ্ণতা অগ্রণী
আমিটা আদতে আমিহীন অনুভূতি

খুঁজে ফের নিঃশ্বাস;নিঃশ্বাসে
ঈশ্বরীভূতবায়ুকণা-হাহুতাস
খুঁজে ফেরে নিজবাস পরবাসে
            -নিজবাসে পরবাস|





|পালকের নিচে - তাপসকিরণ রায়

তৃষ্ণা থাকলে জলের শরীর ভেঙে তর্জমা চাই
আকাশ দেখলে তারপর পাখির উড়ে যাওয়া রং দেহ,
দেখতে দেখতে মনে হয় তোমার সাদা কালো সেই ছবি
আমার দেখতে চাওয়া পর্দার আড়ালে রাখা তুমি
অথবা সময়ের দীর্ঘতা, আমার ফিরে চাওয়া চায়ের চুমুক
পরিধির সেই মুখ মনএক সাথ ভেঙে গেলে লুকন আতঙ্ক
ছায়ার দীর্ঘতায় সরে গেলে তুমি,
কাছে আসা কাছের দ্রাঘিমা রেখায়-- 
সরে গেলে এক রাশ বিরহ! প্রখর সূর্যের নিচে
তামাশা ভুলে যায় শরীর,
অণু প্রমাণ বস্তুত জলবায়ু উর্জার সমষ্টি ঘের--
এই দেহ সময়ের জমে ওঠা ধারণ,
অসময়ে গলে যেতে পারে মাপের পরিধি পয়ার,
তোমার দূরত্ব শেষসেই সাদা কালো রং মরা পাখির পালকে
ধরা সত্তা উড়ে যাওয়া আমরা কে না দেখতে চাই বল ?
তবুও আস্বাদ ভরা ছেঁড়া পালকের নিচ
গরম বারুদ ভরে রাখি,জেনে শুনে
উপড়ে নিতে ভাল লাগে হিংস্র খেলাগুলি|




|তোমাকেই বলছি - সেখ সাদ্দাম হোসেন

গর্ভ থেকে গর্ভে
তাঁর অলৌকিক যাতায়াত

জীব-জড় সাধনার ধারাপাত
ছুঁতে পেরেছো তুমি ?

মানুষই মানুষের অর্ন্তযামী

কারো বুক ছুঁয়ে দ্যাখো
ঈশ্বর তোমার ভাষাতেই কথা বলে |





|ভুলচুক- সংসার - সিয়ামুল হায়াত সৈকত

মৃত মানুষের সংসারে অসুখে গাংচিল
বনে বনে আত্মচিৎকার দ্বিতীয় প্রেমের
হাতপা'ওয়ালা কচুরিপানার শহর থাকতে নেই!
মেঘেদের নীলগল্প শামুকেরা শোনে
তোমার কান বন্ধ থাকুক
মেঘদল স্বপ্ন ছেড়ে ভাবুকবুনোহাঁসের ঘরে;
তুমি চুপচাপ ইশ্বরের নামে হারিয়ে যাও
যত ভুল ভস্ম হবে অভিশাপে
অথবা পাতা দিয়ে আমাদের সংসার..|





|ডুবুরী-সোম সরকার

সারা ফ্ল্যাট জুড়ে সাঁতরে বেড়াচ্ছিলাম মুখে টেনশনের মাস্ক নল থেকে বেরুচ্ছিল উত্তেজনার বুদবুদ ডুবুরীর মত

অবশেষে পাওয়া গেলো তার সন্ধান উত্তরপূর্বে যে দশ বাই বারো ঘর আছে, তারউত্তরপূর্বের কোণে ঠাসা আছে একটা ছয় বাই সাত খাট যার মাথা থেকে পা অবধি নীলসমুদ্রের ছবিময় বেডকভার তার মাঝে শুয়ে আছি একটা ভাঙাচোরা জাহাজ প্রাণহীন

নিজেকে খুঁজে পেয়ে ফ্ল্যাটের বাইরে মাথা বের করে মাস্ক খুলে প্রাণ ভরে শ্বাস নিলাম|

Comments