শুক্রাণু ১২ : চলুক অর্জুন বন্দ্যোপাধ্যায়
Diary
Author |শুক্রাণু ১২ : চলুক
অর্জুন বন্দ্যোপাধ্যায়
কিচ্ছু হচ্ছে না। কিচ্ছু লিখতে ইচ্ছে করছে না। একটা শব্দও না। হওয়ার কি কথা ছিল কিছু? আদৌ? এক একটা লাইন লিখছি, ডিলিট করছি। ডিলিট হতে হতে একসময় এসে দাঁড়াচ্ছে আবার শাদা পাতা। শাদা পাতা থেকেই শুরু করেছিলাম লেখা। লেখা মুছতে মুছতে এই তেতো ডিপ্রেশন, এই শাদা পাতার সন্ত্রাস, আর লিখতে গেলে প্রত্যেকটা শব্দ কয়েক হাজার হাওড়া স্টেশনের হৈ হৈ ছুঁড়ে মারছে মগজে। একটু চুপ থাকা যাক। হুজ্জুতগুলো চলতে থাক। তার মাঝখানে এই সিনেমাটা দেখতে পারেন। জর্মান স্প্যানিশ ফ্রেঞ্চ এমন কি ইংরেজি না জানলেও দেখা যাবে এটা।
Comments
Post a Comment