মোহ ৭
মোহ (কবিতা)ডাস্টার
জয়দীপ মৈত্র
-------------
চৌকাঠ পেরোতেই
শেষ বেঞ্চের নামতা ভুলে যাই
ট্রাপিজিয়াম আঁকতে আঁকতে , সরলরেখা
আঁকতে আঁকতেই
কি যেন একটা মুছে দিচ্ছিলো চক
হাতঘড়ির দাঁত উঠছে এমন একটা সময়
আমরা বয়ে যাচ্ছি
ছুটির পরের ক্লাসে
উঠতে উঠতে
নামতে
নামতে ...
এখানে সমস্তই সিঁড়ি , ভাই রে
উঠোনগুলো আমরা ইস্কুলেই ফেলে এসেছি
ভাঙা কাচ
তানিয়া চক্রবর্তী
ভাঙা কাচ জড়ো করতে গিয়ে
হাত ফুটো হয়ে গেলো
ফুটো দিয়ে দেখলাম
শরীর শুধু একটা ছদ্মগর্ত
যে অনেকদিন ধরে
পৃথিবীর মতো একটা পিন্ডকে
অন্ধকারে ডুবে যাওয়ার ভয় দেখাচ্ছে!!
একঘেয়ে ঘোর
সুপ্রভাত রায়
পুরনো একটা গানের গায়ে ধূলো
জমেজমে আছে
অন্য একটা স্টেশনের দিকে চলে গ্যাছে মনযোগ
হাওয়া দিচ্ছে না একটুও দুঃস্বপ্নের ভিতর
জল নিজের মতো গড়িয়ে পড়তে গিয়ে
ঢালু দেখে থামিয়ে দিচ্ছে পায়ের
পরিশ্রমের কারুকাজ
এই রকম এই রকম
একটা দৃশ্য
শরীরে কমদামি সাবান ঘষে ঘষে
ফেনার ভিতর ভুলে যাওয়া লিরিক হয়ে যাচ্ছে
আজ...কাল...আজ...।
দেবাদৃতা বোস
টিঙ্কার বেল ৭
ঘামের ভেতর গ্রেনারি
শস্য তোলা হয় পাখিস্নানের
গ্রেইনি মানচিত্র থেকে উঠে আসা
বেলুন বয়স হোল পিটার প্যান
বন্দর স্থির হয়েছে
ডিনার টেবিলে ধান বদল হচ্ছে ক্রমশ
কেকের দূর থেকে।
টিঙ্কার বেল ৯
পরীদের গল্পে একটা কার্পেট বোনা হোল
সমস্ত প্রেমিক আলাদিন হয়ে উঠছে
বিদেশ জুড়ে এখন ঋতুবদলের ছুটি।
মরশুম ক্রমশ পথ হয়ে ওঠে
জি মাইনরে টাঙ্গানো
উইলো ট্রির উৎসব ।
দীপ্ত প্রসাদ সিংহ
******
একটি নির্ভূল শূন্যের ভেতর আলপনা টানছো
আঙুলে আজন্ম খড়িমাটি লেগে
দুটো দরজাই খুলে রেখে গেলে
আর আলপনা থেকে আলপনায়
তোমার পায়ের ছাপ
এই চলে যাওয়া-টুকুই
আমার ঘর
Comments
Post a Comment