মোহ ৫
মোহ (কবিতা)
সূচীপত্রঃ
( লেখাটিতে পৌঁছতে সূচীপত্রে ক্লিক করুন )
স্টেশন
ইন্দ্রনীল ঘোষ
ফাঁকা ডাকনামে ট্রেন এসে দাঁড়ালো
যেন ছোট্ট স্টেশন
একটা আলো জ্বলছে
তাতেই আঁজলা ক’রে জল খায় মেয়েটা...
সামান্য আঙুলে ভেজা সামান্য পৃথিবীর ইতিহাস
ইতিহাসের ফিসপ্লেটে কান দিয়ে
আমরা চাকার শব্দ শুনি
মেয়েটা যেন জল খেতেই এসছিল
মেয়েটা যেন তেষ্টা পেরিয়ে লোডশেডিং হবে
শ্লোক
রাজর্ষি চট্টোপাধ্যায়
বুকের মধ্যে যখন কাঁপছিস দুরি তিরি
তখন মনে বলে পাখি, পাখিই
ড্রয়িংখাতায় উড়িয়ে দিতাম
অথবা, এতটাই দুর্বল তুই পাখি নস
প্রজাপতির মত এসে পড়েছিস
আমার ঘরে, দেওয়ালে আঁকা জঙ্গল
তুই না বসে সমস্তটাই উড়বি
তুই না উড়ে সমস্তটাই বসবি
ভেবে ভেবে প্যালেটে রং গুলছিস
পায়ে করে নিয়ে যাচ্ছিস
শাদা কালো গাছগুলো রঙিন হয়ে উঠছে
দৃশ্যত এই পাপ অসহ্য হচ্ছে আমার
ক্ষমা ফিরি করে যারা তাদের কাছে
তোকে বন্ধক রাখতে চাইছি
অথচ, তাদের চোখ পুড়ে যাচ্ছে আলোয়
প্রক্ষালন করার কোন সুযোগ পাচ্ছি না আমি
শুধু জঙ্গলের চেয়েও বেড়ে উঠছি
এক বর্ণময় জঙ্গল
গভীরে তুই পাখসাট ভাসিয়ে দিচ্ছিস
রাজর্ষি চট্টোপাধ্যায়
বুকের মধ্যে যখন কাঁপছিস দুরি তিরি
তখন মনে বলে পাখি, পাখিই
ড্রয়িংখাতায় উড়িয়ে দিতাম
অথবা, এতটাই দুর্বল তুই পাখি নস
প্রজাপতির মত এসে পড়েছিস
আমার ঘরে, দেওয়ালে আঁকা জঙ্গল
তুই না বসে সমস্তটাই উড়বি
তুই না উড়ে সমস্তটাই বসবি
ভেবে ভেবে প্যালেটে রং গুলছিস
পায়ে করে নিয়ে যাচ্ছিস
শাদা কালো গাছগুলো রঙিন হয়ে উঠছে
দৃশ্যত এই পাপ অসহ্য হচ্ছে আমার
ক্ষমা ফিরি করে যারা তাদের কাছে
তোকে বন্ধক রাখতে চাইছি
অথচ, তাদের চোখ পুড়ে যাচ্ছে আলোয়
প্রক্ষালন করার কোন সুযোগ পাচ্ছি না আমি
শুধু জঙ্গলের চেয়েও বেড়ে উঠছি
এক বর্ণময় জঙ্গল
গভীরে তুই পাখসাট ভাসিয়ে দিচ্ছিস
ক্যান্সার
সুব্রত সান্যাল
পাঁচ মিলিমিটারের হেরফের বদলে দিচ্ছে চা আর পাঁউরুটির অবস্থান
ভরপেট ধোঁয়া অথবা টিফিনের পর সুখটান
কোনটা কিনবে ?
সুব্রত সান্যাল
পাঁচ মিলিমিটারের হেরফের বদলে দিচ্ছে চা আর পাঁউরুটির অবস্থান
ভরপেট ধোঁয়া অথবা টিফিনের পর সুখটান
কোনটা কিনবে ?
একটি কবিতা
সঞ্জয় ঋষি
মাটিতে ঘুরতে ঘুরতে পাখিটি
বৃত্ত এঁকে উড়ে গেল...
উড়ে যাবার পর
মানুষ ও পাখির ঠিকানা থাকে না ।
সঞ্জয় ঋষি
মাটিতে ঘুরতে ঘুরতে পাখিটি
বৃত্ত এঁকে উড়ে গেল...
উড়ে যাবার পর
মানুষ ও পাখির ঠিকানা থাকে না ।
চেয়ার
মোছো
প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়
পাগল হওয়ার মতন করে
পালিয়ে যেতে চাইছি
হয়তো কাছেই রূপসা নদী
এবং তীরে বৈঠা
সাঁতরাবো কি ডুব দেব কি
ভাবতে ভাবতে গামছা
ফাঁকা কলসি বাজতে বাজতে
এগিয়ে গেলো সামনে।
অন্তত এই ল্যাজেগোবর
অবস্থাটা পাল্টাক
দাঁত ক্যালানো চতুর্মুখে
রাংতা রোদে ঝিল্কি
আজ বুনেছি কাল কাটবো
সুদআসলে মস্তি
কালি এলো কলম এলো
কাগজ শুধুই নুন চায়।
নুন না এলে গুণ না এলে
পান্তা ভাতে টাক্না
বারুদ মরা কাঠি কেবল
মধ্যরাতে ঠোকরায়
ছাই ফেলেছি কুলোও ভাঙা
কুলো মানেই চক্কর
বিষ ঝাড়বে এক পা পাজী
কাজির ঘরের আয়না।
বায়না করার আগে এবার
একটুখানি থমকে
পিছন ফিরে দেখলে পারো
বাঁশ কতোটা ঢুকলো
গড়গড়িয়ে ট্রেন আসবে
গলা যখন পাতলা
আপাতত মাচায় উঠে
চেয়ার মোছো খ্যামটা ।।
প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়
পাগল হওয়ার মতন করে
পালিয়ে যেতে চাইছি
হয়তো কাছেই রূপসা নদী
এবং তীরে বৈঠা
সাঁতরাবো কি ডুব দেব কি
ভাবতে ভাবতে গামছা
ফাঁকা কলসি বাজতে বাজতে
এগিয়ে গেলো সামনে।
অন্তত এই ল্যাজেগোবর
অবস্থাটা পাল্টাক
দাঁত ক্যালানো চতুর্মুখে
রাংতা রোদে ঝিল্কি
আজ বুনেছি কাল কাটবো
সুদআসলে মস্তি
কালি এলো কলম এলো
কাগজ শুধুই নুন চায়।
নুন না এলে গুণ না এলে
পান্তা ভাতে টাক্না
বারুদ মরা কাঠি কেবল
মধ্যরাতে ঠোকরায়
ছাই ফেলেছি কুলোও ভাঙা
কুলো মানেই চক্কর
বিষ ঝাড়বে এক পা পাজী
কাজির ঘরের আয়না।
বায়না করার আগে এবার
একটুখানি থমকে
পিছন ফিরে দেখলে পারো
বাঁশ কতোটা ঢুকলো
গড়গড়িয়ে ট্রেন আসবে
গলা যখন পাতলা
আপাতত মাচায় উঠে
চেয়ার মোছো খ্যামটা ।।
| সম্পাদনাঃ পায়েল নন্দী |
Comments
Post a Comment