মোহ ৮




মোহ (কবিতা)
|
 আরণ্যক টিটো
চাঁ পা ফু ল

নহে চাপাবাজ,
এই বলে খ্যাত হোক, মম নাম চাঁপাফুল! ...

ইটের ফোঁকর থেকে
সূর্যের আলোর দিকে উঁকি দেয়া
চাপাপড়া
সাদা সাদা ঘাস জানে,
থরে ও বিথরে ফুটি বর্ষার ইন্দনে, ...

দলিতকথার বোটায়,
এই বলে খ্যাত হোক, মম নাম চাঁপাফুল!
নহে চাপাবাজ! ...




ডানাওয়ালা
তানিয়া চক্রবর্তী

কী তীব্র অচেনা
প্রতিটা বাদুড়ের আশ্বাস
ডানা আর তার প্রসব
দুটোই জাগতিক সত্যি
তবু একটাই রটনা সবার পায়ুপাখনায়
ডানাওয়ালার নাকি শুধুই ডিম পাড়তে পারে!!!










ডিভাইডার
প্রশান্ত সরকার

বৈপরীত্যের ধারণা থেকে
একদিন জন্ম নেবে সেতু

ট্রপোস্ফিয়ার থেকে
রোদ এসে আড়াআড়ি
আমাদের চোখের তীব্রতা...

গাড়িগুলোর এভাবে বেঁকে যাওয়াকে
যদি সমাপতন বলো,
সকল রাস্তাই কি তবে
সরাসরি মৃত্যুর দিকে যায়!

নাকি, উদ্বৃত্ত ঘাসগুলো
সংশ্লেষ জানে না?





স্রোত
সিদ্ধার্থ বসু

বাঁধ আলগা হয়ে যায়,
তুমি শুধু মানতে পারো না
এত চেনাজানা
এমন যে উচাটন , চৈতন্য ছাপিয়ে ওঠা এই পিছুটান
কখন মিলিয়ে যাবে , হারিয়ে , ফুরিয়ে যাবে
অন্য এক খরস্রোত বান
ভাসিয়ে , ডুবিয়ে নেবে
অন্য কোনো জীবনসাঁতারে
অন্য চড়া-উতরার পাহাড়ে লুটিয়ে পড়বে জল
আজ যা গরল
তার চিন্হমাত্র স্মৃতি
হয়ে থাকবে বৃষ্টি , রোদ , জোলো হাওয়া , এ মহাপ্রকৃতি
কিন্তু খেলা কখন ভেঙ্গেছে
তুমিও ভাংচুর হয়ে ঢালাই হয়েছ খুব আস্তে আস্তে , নিজেরও
আড়ালে
মানতে পারো না তাই
ভাবো আজও চালু আছে দান
খাদের অতলে ঢেউ ওঠে-পড়ে মন্দ্র তালে তালে |





ছিলা
রাজর্ষি মজুমদার

অব্যবহারে ছিলা লাগান হোলো
তার টান নেই,
গতিবিধিও অনেকটা ফিকে

সম্পন্ন বাড়ির দেওয়ালে রং খুঁজে- মরে গেল তারা
তাদের ছবির পাশে সুর,
গোলাপি চশমা পরা মেয়েটি দাঁড়িয়ে

বিদ্যায়তন স্কার্ফ ও দেওয়ালে; মেয়েটি চিনেছে যা কিছু
দুপুরের ধুপ,
সঙ্গে বারিষ
এক অদ্ভুত অবস্থা এখানে

#
নির্জনতা ক্রমশ ফুরোচ্ছে জানু বরাবর
রাবাংলা যাওয়ার পথে-
গাছেরা যেভাবে একা বড় হয়

Comments