৫ মিনিট -অভীক দত্ত
সম্পর্কে ওরা মাসতুতো ভাই বোন হয়।
পার্থ বসে ছিল চুপচাপ। তুলি আরেকটু দূরে। বেশ খানিকটা নীরবতা। ঘড়ির কাটার শব্দও পরিষ্কার শোনা যাচ্ছিল। শেষমেষ তুলি বলল “কেউ যদি জানতে পারে?”
পার্থ বলল “কি করে জানবে? আমরা কেউ মুখ না খুললেই তো হল?”
তুলি সোফায় হেলান দিয়ে বসে বলল “এটা আমরা কি করলাম?”
পার্থর অনুতাপ হচ্ছিল। মাথা নাড়ল। বলল “জানি না”।
তুলি শিউরে উঠে বলল “যদি বাচ্চা হয়ে যায়?”
পার্থ বলল “হবে না, ওষুধ আছে, এনে দেব”।
তুলি বলল “কিনতে পারবি দোকানে গিয়ে?”
পার্থ মাথা নাড়ল। তুলি বলল “কি বলব সৌরভকে?”
পার্থ বিরক্ত হল।
বলল “কেন বলবি?”
তুলি বলল “এটা তার মানে প্রি-প্ল্যানড ছিল?”
পার্থ তুলির দিকে তাকাল। তারপর ধীরে ধীরে একটা সিগারেট বের করে ধরাল। কিছু বলল না।
---
Comments
Post a Comment