মরে যাওয়া আরো দ্রুত হোক. অস্থির জানলার কাছে. হাত পেতে দেখেছি. পাশের বাড়ির কথা ছাড়া কিছুই দেয় না. আর কান্না বা হাসি আমি এখনো লিখতে পারি নি. কি যে শব্দ আছে ঐ দুটোর ভেতর. খুঁজতে খুঁজতে বোবা হয়ে গেছি.
এমন সময় দেখতে পেলাম সামান্য একটা জলের ফোঁটার ওপর সূর্য দাঁড়িয়ে আছে।.
ajkal amader onubhuti gulo boddo lovi hye porche.....sotti ki seta onek paoar por aro besi chaoar basona na onek smyer opekhhae kichu na paoar buvukkhu protikkha....?
ReplyDeleteeta manusher theke manushe vary kore. ei bhabe nirdisto bhabe kichhu bola jay na. tobe eta thik pele-i amader chahida bare.
Deleteমরে যাওয়া আরো দ্রুত হোক.
ReplyDeleteঅস্থির জানলার কাছে.
হাত পেতে দেখেছি.
পাশের বাড়ির কথা ছাড়া কিছুই দেয় না.
আর
কান্না বা হাসি আমি এখনো লিখতে পারি নি.
কি যে শব্দ আছে ঐ দুটোর ভেতর.
খুঁজতে খুঁজতে বোবা হয়ে গেছি.
এমন সময় দেখতে পেলাম সামান্য একটা জলের ফোঁটার ওপর সূর্য দাঁড়িয়ে আছে।.